কাশ্মীরের নৌশেরায় জওয়ানদের মাঝে তিনি বলেছেন 'আমি দিওয়ালি আমার পরিবারের সকলের সঙ্গে কাটাতে চেয়েছি, তাই এখানে'। দিওয়ালির পর্ব নৌশেরা সেক্টরে কাটিয়ে এদিন কেদারনাথে যাত্রা করেন নরেন্দ্র মোদী। এদিন ভোরেই তিনি দেরাদুন পৌঁছন। তারপর সেখান থেকে যান কেদারনাথ।

উল্লেখ্য, কেদারনাথে পৌঁছে এদিন সকালে পুজো দেন নরেন্দ্র মোদী।

এর আগে তিনি নৌশেরা থেকে দেরাদুন বিমান বন্দরে অবতরণ করেন। এদিকে, কেদারনাথে একাধিক নির্মাণকাজের এদিন শিলান্যাস করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। তাঁর কর্মসূচিতে এদিন রয়েছে ৪০০ কোটি টাকার একটি প্রজেক্ট উদ্বোধন। এদিন তিনি কেদারপুরী নির্মাণ কাজের উদ্বোধন করবেন। এদিন মন্দাকিনী নদী তীরের কেদারনাথ ধামের বিভিন্ন দিক পরিদর্শন করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। এছাড়াও ২০১৩ সালের বন্যায় কেদারনাথে ক্ষতিগ্রস্ত হওয়া শঙ্করাচার্যের সমাধির পুর্ননির্মাণের কাজেরও শিলান্যাস করবেন মোদী।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours