THE WALL

রাজ্য জুড়ে একটানা বৃষ্টিতে (Rain) বিপর্যস্ত ট্রেন (Train) পরিষেবা। গতকালের পর আজও একাধিক ট্রেন বাতিল হয়েছে হাওড়া, কলকাতা (Kolkata) স্টেশন থেকে। যার ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে।  সূত্রের খবর হাওড়ার টিকিয়াপাড়া কারশেড বৃষ্টিতে জলমগ্ন। তাই একাধিক ট্রেন হাওড়া স্টেশনের পরিবর্তে সাঁতরাগাছি আর শালিমার স্টেশন থেকে ছাড়ছে। আজ সকালে হাওড়া থেকে অনেক ট্রেন ছাড়েনি। এদিকে কলকাতা স্টেশন থেকে লালগোলা-কলকাতা স্পেশাল, কলকাতা-হলদিবাড়ি স্পেশাল, এবং কলকাতা-বালুরঘাট স্পেশাল ট্রেনগুলি বাতিল করা হয়েছে। সীতামারী কলকাতা স্পেশাল ট্রেন আজ কাঁকিনাড়া পর্যন্ত চলবে। বৃষ্টির জন্য রুট ছোট করে দেওয়া হয়েছে রাধিকাপুর কলকাতা স্পেশালেরও। ট্রেনটি চলবে বেলঘড়িয়া পর্যন্ত। গাজিপুর কলকাতা স্পেশাল আসবে দমদম স্টেশন পর্যন্ত। কলকাতা স্টেশন থেকে ছাড়ার কথা ছিল গোরখপুরের ট্রেন। সেটি ছাড়বে শিয়ালদহ থেকে। গোরখপুর থেকে কলকাতা আসার গাড়িও শিয়ালদহে আসবে। কলকাতা থেকে জম্মু-তাওয়াই স্পেশ্যাল বেলা ১১.৪৫ এর বদলে ছাড়বে ২.৪৫ মিনিটে। কলকাতা-অমৃতসর স্পেশ্যাল বেলা ১২.১০ এর বদলে ছাড়বে দুপুর ৩.২০ তে। হাওড়া মালদহ স্পেশ্যাল দুপুর ৩.২৫ এর পরিবর্তে ছাড়বে বিকেল ৪.৩০-এ। হাওড়া সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস স্পেশ্যাল হাওড়ার পরিবর্তে সকাল ৯.৩৫ মিনিটে ছেড়েছে শালিমার স্টেশন থেকে। 

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours