তাঁর দেশ জ্বলছে। দু'দশক পরে ফের তালিবানি  শাসনের বিভীষিকা যেন গ্রাস করছে আফগানদের। পরিবারের সদস্যরা এখনও আটকে আফগানিস্তানে। তাঁরা কীভাবে দিন কাটাচ্ছেন, ঠিক নেই। আদৌ ভাল আছেন কিনা, জানা নেই। নিজেদের ক্রিকেট ভবিষ্যত্‍ অনিশ্চিত। 
কিন্তু এই অনিশ্চয়তার মধ্যেও দমে যাননি আফগানিস্তানের 

সীমিত ওভারের ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান (Rashid Khan)। দেশকে ভালবাসেন তিনি। বিপদে দেশবাসীর পাশে দাঁড়াতে চান, এই বার্তা দিতে এবার নিজের মুখে আফগানিস্তানের পতাকা এঁকে খেলার মাঠে নামলেন রশিদ।  

এই মুহূর্তে ব্রিটেনে দ্য হান্ড্রেড  টুর্নামেন্টে খেলছেন আফগান তারকা। শনিবার খেলার মাঠ থেকেই আফগানিস্তানে তালিবান আগ্রাসনের প্রতিবাদ করেছেন তিনি। এদিন দ্য হান্ড্রেড টুর্নামেন্টের এলিমিনেটরে মুখে দেশের জাতীয় পতাকা এঁকে নামতে দেখা গিয়েছে রশিদকে। কাবুল যখন তালিবানের দখলে, তখন রশিদের এই জাতীয় পতাকা আঁকার দৃশ্য রীতিমতো সাহসী পদক্ষেপ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours