৫ ই আগস্টের আগে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘাতে পর্যটকেরা ঢল নামলেও দীঘা বেড়াতে আসা আনন্দটাই যেন মাটি হয়ে গেল। মুর্শিদাবাদ হাওড়া কলকাতা প্রভৃতি বিভিন্ন এলাকা থেকে যারা এসেছিলেন দীঘার সমুদ্রে স্নান করার উদ্দেশ্যে শনিবার সেই সমুদ্রস্নান বন্ধ করে ফিরে যেতে হচ্ছে বাড়ি।কারণ বিগত কয়েক বছরে এ ধরনের ঘটনা ঘটেনি।সমুদ্রের জল যেন ঘোলা কর্দমাক্ত স্নান করতে গেলে চোখে মুখে কানে ঢুকে যাচ্ছে ঘোলাটে কালো জল। যদি ও যদিও এমনটা হওয়ার কারণ এখনো স্পষ্ট নয়। এই নিয়ে এক পর্যটক বলেন পরিবার দের নিয়ে সমুদ্রের আনন্দ উপভোগ করতে এসে আমরা হতবাক হয়ে পড়েছি, হঠাত্‍ই দেখা গিয়েছে এরকম পরিস্থিতি, ফলে সমুদ্রের আনন্দ উপভোগ করতে পারছিনা, সব মিলিয়ে কার্যত নিরাশ সমুদ্র সৈকত দীঘা ঘুরতে আসা পর্যটক।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours