ত্রিপুরা থেকে আজই কলকাতা ফিরছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের দিনটা থেকে আগামীকাল সেখান থেকে ফেরার কথা ছিল তাঁর, কিন্তু জরুরি ভিত্তিতে হঠাত্‍ই বদলেছে পরিকল্পনা। আহত যুবনেতা ও বাকি কর্মী-নেতা সকলকে নিয়েই আজই ফিরছেন অভিষেক। তৃণমূল সূত্রের খবর, আহতদের দ্রুত চিকিত্‍সার প্রয়োজন, সেই কারণেই জরুরি ভিত্তিতে কলকাতা ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ গতকাল রাতে যে যুবনেতারা আহত হয়েছেন, প্রায় ২৪ ঘণ্টা হয়ে গেল তেমন কোনও চিকিত্‍সা মেলেনি তাঁদের। তাই বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করে কলকাতা ফিরছেন তাঁরা। কিছুক্ষণ আগেই গ্রেফতার হওয়া তৃণমূল নেতা-কর্মীদের জামিন মঞ্জুর করেছে ত্রিপুরার আদালত। ৫০ হাজার টাকার ব্যাক্তিগত বন্ডে দেবাংশু, জয়া-সহ ১৪ জনেরই জামিন মঞ্জুর করা হয় আজ, রবিবার বিকেলে। মহামারী আইন লঙ্ঘনের অভিযোগে ত্রিপুরায় গ্রেফতার করা হয়েছিল ওই নেতা-নেত্রীদের। জামিন পাওয়ার পর তাঁদের নিয়ে আগরতলায় যান কুণাল ঘোষ, ব্রাত্য বসু, দোলা সেনরা। অভিষেকও খোয়াই থানা থেকে ফেরেন আগরতলায়। তিনি বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত গ্রেফতার হওয়া নেতা-কর্মীরা জামিন পাচ্ছেন, থানায় বলে থাকবেন তিনি। 

সেইমতো প্রায় সারাদিনই খোয়াই থানায় বসেছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আইনি প্রক্রিয়া চলাকালীন সেখান থেকে এক পাও নড়েননি তিনি। এর পরে আগরতলাতেই এদিন থাকার কথা ছিল তাঁদের। কিন্তু শেষ মুহূর্তে বদল হয় সিদ্ধান্তর।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours