মদ্যপ অবস্থায় পুকুরে মাছ ধরতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হলো এক যুবকের।মৃত যুবকের নাম সুভাষ রবিদাস(৩৫) 

ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে মুর্শিদাবাদের সাগরদীঘি থানার অলঙ্কার এলাকাতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে অলঙ্কার এলাকার একটি পুকুরে মাছ ধরার জন্য ওই পুকুরের মালিক পুকুরে ওষুধ দেন। তার কিছুক্ষনের মধ্যে ওই পুকুরে বিভিন্ন মাছ ভেসে উঠতে থাকে। এই ঘটনার খবর পেয়ে সাগরদীঘির মাঝিডাঙ্গা নীচুপাড়া এলাকার বাসিন্দা সুভাষ কিছু বন্ধুকে নিয়ে ওই পুকুরে মাছ ধরতে যান। আর মাছ ধরতে নেমেই ঘটে বিপত্তি। অসাবধানতাবশত হটাত্‍ই পুকুরের জলে ডুবে যান সুভাষ। সংজ্ঞাহীন অবস্থায় সন্ধেবেলা সুভাষকে সাগরদীঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

মৃতের    ভাই শ্যামলাল রবিদাস বলেন, 'পুকুরে মাছ ভেসে উঠছে এই খবর পেয়ে আমি, দাদা এবং এলাকার আরও কিছু যুবক ওই পুকুরে মাছ ধরতে যাই। আমার দাদা পুকুরের পশ্চিমপাড়ে বসে মাছ ধরছিল। পুকুরে জল কম হওয়ার কারণে হটাত্‍ই সে পুকুরে নেমে পড়ে এবং একটি বড় মাছ ধরেও ফেলে। সেই মাছটি পাড়ে রেখে আবার একটি মাছ ধরার জন্য পুকুরের অল্প জলে দাদা ডুব দেয়। কিন্তু তার পর আর দাদা জল থেকে উঠে আসেনি।'

তিনি বলেন, 'কিছুক্ষণ পর আমরা দাদার খোঁজাখুঁজি শুরু করতেই তাঁকে পুকুরের জলের তলা থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। আমার ধারণা দাদা মদ্যপ অবস্থায় মাছ ধরতে গিয়ে পা পিছলে জলে ডুবে যান। তার পর আর উঠতে পারেননি।'

সাগরদিঘী থানার পুলিশ দেহটি উদ্ধার করে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ময়নাতদন্তের জন্য জঙ্গীপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours