মৃত্যুর পর যাতে চিহ্নিতকরণে অসুবিধা না হয়, সেজন্য আধার কার্ড সঙ্গে নিয়েই আত্মহত্যা করলেন ডোমজুড়ের এক যুবক। মৃতের নাম রাজেশ গাঙ্গুলি (৩৩) বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বিকেলের দিকে হাওড়া স্টেশনের পাশে বঙ্কিম সেতুতে ওঠার রাস্তা থেকে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন রাজেশ। স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের পাশে রেললাইনের ওপর থেকে তাঁর দেহটি উদ্ধার করে রেল পুলিশ। অত উঁচু থেকে নিচে পড়ার জন্য রাজেশের মাথায় এবং শরীরের অন্যান্য অংশে গুরুতর আঘাত লাগে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিত্‍সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাতে তাঁর মা এসে ছেলেকে চিহ্নিত করেন। মৃত ডোমজুড়ের বাসিন্দা। হাওড়া রেল পুলিশের এক আধিকারিক বলেন, '‌আত্মহত্যার উদ্দেশ্য নিয়েই ওই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেই সঙ্গে তিনি এটাও চেয়েছিলেন যাতে মৃতদেহ চিহ্নিতকরণে কোনও সমস্যা না হয়। সেইজন্য পকেটে আঁধার কার্ড রেখেছিলেন। যেটা পরীক্ষা করে আমরা প্রাথমিকভাবে তাঁর পরিচয় জানতে পারলেও রাতে তাঁর মা এসে শেষপর্যন্ত ছেলেকে চিহ্নিত করেন।'‌

কেন এই আত্মহত্যা? ওই আধিকারিক জানিয়েছেন, মৃতের পরিজনদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, রাজেশ সোনা-রূপার গয়নার কাজ করতেন। তাঁর প্রথম স্ত্রী আড়াই বছর আগে ছেড়ে চলে যান। তাঁদের দুই মেয়ে। বড় মেয়েকে স্ত্রী নিয়ে চলে যান। এরপর রাজেশ দ্বিতীয় বিয়ে করলে সেই স্ত্রীও তাঁকে ছেড়ে চলে যান। মানসিক অবসাদে ভুগতে থাকা রাজেশ দিনকয়েক আগে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। শেষপর্যন্ত চিকিত্‍সায় সুস্থ হয়ে ওঠেন। শেষপর্যন্ত শুক্রবার বিকেলে হাওড়া স্টেশনে ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours