পুণের স্যানিটাইজার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মর্মান্তিক এই ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কারখানার বহু কর্মী এখনও নিখোঁজ। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রের খবর, সোমবার বিকেলের দিকে 'এসভিএস অ্যাকুয়া টেকনোলজি' নামের ওই স্যানিটাইজার কারখানাটিতে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। সেসময় কারখানায় বহু কর্মী কর্মরত ছিলেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।

কারখানার ভিতরে বহু দাহ্য পদার্থ মজুত ছিল। ফলে আগুন বাড়তে থাকে। আগুন নিয়ন্ত্রণে আনতে কার্যত কালঘাম ছুটে যায় দমকল কর্মীদের।



অবশেষে দমকলের বেশ কয়েকঘন্টার চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।


সংবাদসংস্থা ANI সূত্রে খবর, ওই কারখানার ৩৭ জন কর্মীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে অনেকেই জখম। বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন। এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ১৪ জনের দেহ। আশঙ্কার বিষয় হল, আরও অন্তত ১৭ জন কর্মী নিখোঁজ হয়েছেন। ঠিক কীভাবে আগুন লাগলো জানার চেষ্টা করছেন দমকল কর্মীরা।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours