গত ২৪ ঘণ্টাতেও রাজ্যে করোনা আক্রান্ত ও সুস্থ রোগীর সংখ্য়া ৪ হাজারের নীচে। পাশাপাশি কয়েকদিন ধরেন দৈনিক মৃতের সংখ্যা রইল ৫০ এর কম।
রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৫৪৫ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪,৬৩,৪৬৩।
রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৪,৩০,৪৬২ জন। গত একদিনে করোনামুক্ত হয়েছেন ৩,৬৪৬ জন। সুস্থতার হার ৯২.৮৮ শতাংশ। সোমবারের তুলনায় তা সামান্যই বাড়ল।
গত একদিনে রাজ্যে করোনার শিকার ৪৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনার বলি হলেন ৮,১২১ জন।
সোমবারই কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্যা পার করেছিল ১ লাখ। গত ২৪ ঘণ্টা সেখানে করোনা আক্রান্ত হলেন ফের ৮৬৮ জন, মৃত্যু হল ১১ জনের। অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন ৮১৬ জন, মৃত্যু হল ১৫ জনের।
Post A Comment:
0 comments so far,add yours