নিজস্ব প্রতিবেদন: শুক্রবারের চেয়ে শনিবার বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণ প্রায় ৪৬ হাজারের বেশি। গত তিন দিন ধরে ৫০ হাজারের কম রয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গত বৃহস্পতিবার সেই সংখ্যা ৫০ হাজার অতিক্রম করেছিল। দেশের মধ্যে কেরল, দিল্লি এবং মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ সবথেকে বেশি।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে ৪৬ হাজার ২৩২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৯০.৫ লাখ অতিক্রম করল। তবে, বিশ্বের প্রথম স্থানে রয়েছে আমেরিকা। দ্বিতীয় স্থানে ভারত। তৃতীয় স্থানে থাকা ব্রাজিল এক মাসেরও বেশি সময় ধরে দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে রখেছে।আমেরিকাতেও ক্রমশ বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা।  আজ দৈনিক সংক্রমণ ১ লক্ষ ৮৭ হাজার ৪২৮ জন। গোটা করোনাকালে যা এখনও অবধি সর্বোচ্চ। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৬৪ জনের। দেশে এখনও অবধি করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩২ হাজারের বেশি। এর প্রায় এক তৃতীয়াংশ মৃত্যুই মহারাষ্ট্রে।
তবে স্বস্তির খবর, দেশে কোভিড আক্রান্তদের সুস্থ হওয়ার হার ৯৩.৬ শতাংশ অতিক্রম করেছে। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯০ লক্ষ ৫০ হাজার ২৪৭ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার ৭৬৪ জন।
জানা গিয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্যকর্মী ও প্রবীণ ব্যক্তিরা পেতে পারেন অক্সফোর্ডের কোভিড রোধের ভ্যাকসিন। যার জন্য খরচ হতে পারে মাত্র ১০০০ টাকা। 

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours