রাজ্যে ফের সাপ্তাহিক লকডাউনের দিন বদল। বাতিল ২৮ অগাস্টের পূর্ণ লকডাউন। পরপর ৫ দিন ব্যাঙ্কে ছুটি পড়ে যাওয়াকেই লকডাউনের দিন বদলের কারণ হিসেবে দেখিয়েছে রাজ্য সরকার। লকডাউনের সূচি বদল ঘোষণায় আগামী ২৮ অগাস্ট রাজ্যে খোলা থাকবে ব্যাঙ্ক ৷ আগের নির্দেশ অনুযায়ী, লকডাউন এবং শনি-রবি মিলিয়ে মাসের শেষ পাঁচ দিন (২৭-৩১ অগাস্ট) টানা ব্যাঙ্ক বন্ধ থাকার কথা ছিল ৷ যা নিয়ে আপত্তি ওঠায় ২৮ তারিখ লকডাউন তুলে নেওয়া হয়েছে বলে দাবি রাজ্যের ৷ ফলে ওই দিন ব্যাঙ্ক সবই খোলা থাকবে ৷ বাকি দিনগুলিতে আগের ঘোষণা অনুযায়ীই সব বন্ধ রাখা হবে ৷

নতুন সূচিতে চলতি মাসে ২০, ২১, ২৭ ও ৩১ অগাস্ট বাংলায় সম্পূর্ণ লকডাউন থাকছে। তবে এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন বিরোধীরা। কারণ, ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। যদিও রাজ্যের তরফে পরপর ব্যাঙ্ক এতদিন বন্ধ থাকার কারণই ২৮ তারিখ লকডাউনের দিন বদলের কারণ দেখানো হয়েছে ৷


এদিকে বারবার লকডাউনের দিন বদলে সমস্যায় পড়েছে উড়ান সংস্থাগুলিও ৷ কারণ রাজ্যই জানিয়েছিল, লকডাউনের দিনে কলকাতা থেকে উড়ান চলবে না। এ বার সেই দিনগুলিতে উড়ান চালাতে গেলে নতুন করে টিকিট বিক্রি শুরু করতে হবে। অনেক যাত্রীদেরই টিকিটের টাকা ফেরত দিতে হয়েছে ৷ এভাবে বারবার লকডাউনের দিন বদল হলে বিমান সংস্থাগুলি এবং যাত্রীদের জন্যও তা যথেষ্ট সমস্যার হয়ে দাঁড়াচ্ছে ৷

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours