২০১৯-২০ অর্থবর্ষে একটিও ২০০০ টাকার নোট ছাপায়নি রিজার্ভ ব্যাঙ্কের কারেন্সি প্রেসগুলি৷ হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত একটি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে৷ নতুন ২ হাজার টাকার নোট ছাপানোর বরাত না থাকাতেই তা ছাপা হয়নি বলে জানিয়েছে আরবিআই৷

বাজারে ২০০০ টাকার নোটের সংখ্যা কমিয়ে আনার লক্ষ্যে সচেতন ভাবেই এমন করা হচ্ছে বলে মনে করা হচ্ছে৷ ২০১৬-১৭ অর্থবর্ষে বাজারে যত নোট ছিল, তার ৫০ শতাংশই ছিল ২০০০ টাকার নোট৷ ২০১৯-২০ অর্থবর্ষে সেটাই কমে হয় ২২ শতাংশ৷ ২০১৯--২০ অর্থবর্ষের জন্য রিজার্ভ ব্যাঙ্ক মঙ্গলবার যে বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে, তাতেই এই তথ্য উঠে এসেছে৷এর পাশাপাশি হিসেবের বাইরে থাকা একটি বড় অংশের ২০০০ টাকার নোট বাতিলের তালিকায় ফেলেছে আরবিআই৷ রিজার্ভ ব্যাঙ্কের এই তথ্য প্রকাশ্যে আসার পর ২০০০ টাকার নোট নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা কী, তা নিয়েই আরও একবার প্রশ্ন উঠতে শুরু করেছে৷যদিও গত ১৬ মার্চ অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর দাবি করেছিলেন, ২০০০ টাকার নোটের ছাপা বন্ধ করার কোনও পরিকল্পনা নেই 
২০১৬ সালের ৮ নভেম্বর ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই সময় বাজারে থাকা নোটের ৮৬ শতাংশই ছিল ৫০০ এবং ১০০০ টাকার নোট৷ এই দু' ধরনের নোটের বদলে বাজারে ২০০০ টাকার নোট আনা হয়৷তবে ২০০০ টাকার নোটের মুদ্রণ বন্ধ থাকলেও ৫০০ টাকার নোট ছাপানো অনেকটাই বাড়িয়ে দিয়েছে আরবিআই৷ ২০১৯-২০ অর্থবর্ষে যে ২২০০ কোটি নোট আরবিআই ছাপিয়েছে, তার অর্ধেকই ছিল ৫০০ টাকার নোট৷ এর ফলে বাজারে চালু নোটের মধ্যে ৫০০ টাকার পরিমাণ সর্বকালীন রেকর্ডে পৌঁছেছে৷
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours