বৃহস্পতিবার করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৬,৩৮৩ জন। এখনও পর্যন্ত একদিনে এত সংখ্যক মানুষ এর আগে করোনামুক্ত হননি!

অগাস্টের শুরুর দিকে ভারতের করোনা চিত্র চিন্তা বাড়িয়েছিল। দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫২-৫৪ হাজারের মধ্যে, নতুন সংক্রমণের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছিল। গত কয়েক দিন ৬০-৬২ হাজারের মধ্যে ছিল দৈনিক আক্রান্তের সংখ্যা। আজ, বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৭ হাজার, কিন্তু সেই সঙ্গেই মিলেছে বড় আশার খবর। বৃহস্পতিবার করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৬,৩৮৩ জন। এখনও পর্যন্ত একদিনে এত সংখ্যক মানুষ এর আগে করোনামুক্ত হননি!
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও, সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যান শুরু থেকেই নিশ্চিন্ত করছে! গত ক’দিনে দৈনিক ৫০ হাজারেও বেশি মানুষ সুস্থ হয়েছেন। এখনও পর্যন্ত ভারতে প্রায় ১৭ লাখ মানুষ করোনা থেকে সেরে উঠেছেন। অর্থাৎ দেশে মোট আক্রান্তের ৭০.৭৭ শতাংশ-ই সুস্থ হয়ে উঠেছেন।
করোনা আক্রান্তের সংখ্যায় স্পেন, ফ্রান্স, ইতালি, ব্রিটেনকে পিছনে ফেলে বিশ্বের চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। তবে, ভারতে মৃত্যুর হার ওই সব দেশগুলির তুলনায় অনেকটাই কম। ভারতে কেস ফেটালিটি রেট (CFR) ১.৯৬ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬৬ হাজার ৯৯৯ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন।গত ২৪ ঘণ্টায় আমেরিকায় আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ৮০৭ জন, ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ৬০৫ জন।
ভারতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২৩ লক্ষ ৯৬ হাজার ৬৩৭ জন। সেখানে বিশ্বে প্রথম স্থানে থাকা আমেরিকাতে মোট আক্রান্ত ৫১ লক্ষ ৫৭ হাজার ও দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ৩১ লক্ষ ৬৪ হাজার।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours