করোনা সংকটে চিন বিদ্বেষের জেরে ভারতে যে ৫৯টি চিনা অ্যাপ বাতিল করা হয়, তার মধ্যে টিকটক অন্যতম। ভারতের দেখাদেখি একই পথে হেঁটেছে আমেরিকাও। এমনই এক সময়ে শোনা যাচ্ছে চিনা সোশ্যাল ভিডিও প্ল্যাটফর্ম ও অ্যাপ টিকটক-এর মালিক সংস্থা বাইটড্যান্সে বিনিয়োগ করতে পারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বৃহস্পতিবার এ বিষয়ে বৈঠকও সেরেছে দুই সংস্থা। এমনই খবর মিলেছে টেকক্রাঞ্চ পোর্টালের সূত্রে।

জানা যাচ্ছে, গত মাস থেকেই বাইটড্যান্সের সঙ্গে আলোচনা শুরু করেছে রিল্যায়ান্স টিকটকে বিনিয়োগের বিষয়ে। যদিও, এখনও এই বৈঠকের বিষয়ে কিছু প্রকাশ করেনি দুই সংস্থা। তবে মনে করা হচ্ছে বাইটড্যান্সের টিকটক অ্যাপে বড়সড় বিনিয়োগ করতে পারে রিল্যায়ান্স।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours