গত পাঁচদিনের সবচেয়ে আশাপ্রদ ছবিটা তুলে ধরল এদিনের স্বাস্থ্য বুলেটিন। চোখ বোলানো যাক বুলেটিনে।
১৩৩ কোটির জন্যে একগুচ্ছ সুখবর স্বাস্থ্যমন্ত্রকের করোনা বুলেটিনে। গত পাঁচদিনের সবচেয়ে আশাপ্রদ ছবিটা তুলে ধরল এদিনের স্বাস্থ্য বুলেটিন। চোখ বোলানো যাক বুলেটিনে।
কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৬০১ জন। উল্লেখ্য, আগস্টে প্রথম থেকেই যখন ৬০ হাজার ছাড়াচ্ছিল করোনা গ্রাফ, তখন আজকের পরিসংখ্যান আশা জোগাচ্ছে।
একই সঙ্গে কমেছে করোনা পজিটিভিটি রেটও। সোমবার যেখানে পজিভিটি রেট ছিল ১৩ শতাংশ, মঙ্গলবারের পরিসংখ্যানে প্রকাশ পজিটিভিটি রেট পৌঁছেছে ৭.৬৮ শতাংশে।অর্থাৎ মোট পরীক্ষার মধ্যে আত্রান্তের হার এই।
দারুণ সুখবর দিচ্ছে রাজধানী দিল্লিও। আরোগ্যের হার রাজধানীতে নব্বই শতাংশেরও বেশি। তবে আশঙ্কা রয়েছে তামিলনাড়ুকে নিয়ে। শুধু এই রাজ্যেই আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়েছে।
চব্বিশ ঘণ্টায় দেশজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ৮৭১ জনের।
সারা বিশ্বে যখন করোনায় মৃত্যুহার তুল্যমূল্য ৩.৬৫ শতাংশ। ভারতে তখন গড় ১.৯৯ শতাংশ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours