করোনা পরিস্থিতিকে একের পর এক বোর্ড পরীক্ষা বাতিলের পর এবার বদলে গেল দ্বাদশের পর উচ্চশিক্ষার জন্য ভর্তির যোগ্যতামান ৷ করোনা পরিস্থিতিতে পরীক্ষা বাতিলের কথা মাথায় রেখে আরও সহজ করা হল কেন্দ্রীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নিয়ম ৷ বৃহস্পতিবার ট্যুইট করে একথা জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক ৷

ট্যুইটে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এখন থেকে NIT সহ অন্যান্য কেন্দ্রীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য JEE মেইন ২০২০ পরীক্ষায় পাস করার সঙ্গে শুধু দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় পাস করলেই হবে। এতদিন NIT সহ অন্যান্য কেন্দ্রীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রে JEE মেইন-এ উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বরও পেতে হত ৷করোনা ভাইরাস সংক্রমণের কারণে লকডাউনে মাঝপথেই স্থগিত হয়ে যায় সিবিএসসি, আইসিএসসি, আইএসসি ও উচ্চমাধ্যমিকের মতো বোর্ড পরীক্ষা ৷ পরে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি না থাকায় বাতিল হয়ে যায় বাকি থাকা পরীক্ষা ৷ যে বিষয়ের পরীক্ষা দিতে পেরেছিলেন পড়ুয়ারা, তার উপর ভিত্তি করেই বাকি থাকা বিষয়ের মূল্যায়ন করে প্রকাশ করা হয় রেজাল্ট ৷ এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের ভর্তি হতে যাতে কোনও অসুবিধা না হয় তাই সেন্ট্রাল সিট অ্যালোকেশন বোর্ড (CSAB) ভর্তির যোগ্যতামান শিথিলের সিদ্ধান্ত নিয়েছে ৷
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours