করোনা মহামারীর জেরেঅমরনাথ যাত্রা নিয়মবিধির মধ্যে রেখে আয়োজন করা যাবে ৷ জম্মু-কাশ্মীর প্রশাসন সীমিতভাবে অমরনাথ যাত্রার বিশেষ সম্মতি দিল ৷ সড়কপথে ৩,৮৮০ মিটার উঁচুতে অবস্থিত পবিত্র গুহাতে রোজ মাত্র ৫০০ পুণ্যার্থীকে অমরনাথ দর্শনের সুযোগ করে দেওয়া হবে ৷ এই কেন্দ্রশাসিত এলাকায় মানুষের প্রবেশের জন্য প্রশাসনের পক্ষ থেকে (SOP) লাগু হবে ৷ শ্রাবণ মাসের সকাল ৭.৩০ থেকে ৮.২০ অবধি অমরনাথের আরতি হয়, এবার সেই আরতি লাইভ দেখানো হবে ৷
মুখ্যসচিব বিবিআর সুব্রহ্মমণ্যম জানিয়েছেন , ‘এই বছর যাত্রা সীমিত স্তরে আয়োজন করা হবে ৷ এই যাত্রার সময় কোভিড ১৯ সম্পর্কিত সমস্ত পরীক্ষা ও সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে চেয়েছেন ৷ জম্মু সড়ক যোগে অমরনাথ অবধি যাওয়া যাবে ৷ রোজ ৫০০ পুণ্যার্থীকে অনুমতি দেওয়া হবে ৷
সুপ্রিম কোর্ট দ্বারা গঠিত একটি উপসমিতির বৈঠকে অধ্যক্ষের ভূমিকা পালন করছিলেন তিনি ৷ এক আধিকারিক জানিয়েছেন অমরনাথ যাত্রার জন্য সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করার জন্য সব ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে ৷

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours