ভারতের তাপমাত্রা যে হারে বৃদ্ধি পাচ্ছে এবং আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে, তার ভারতের পার্শ্ববর্তী সাগর এবং মহাসাগর গুলিতে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ায় জন্য উত্তম। একের পর এক ঘূর্ণিঝড় এসে শেষ করে দিয়ে যাচ্ছে ভারত কে। এ বছরের প্রথম ঘূর্ণিঝড় সুপার সাইক্লোন আম্ফান তার এমন রূপ দেখিয়েছে, মানুষ চাইলেও তা আর ভুলতে পারবেনা।
ক্যালেন্ডারের হিসেবে আজ ২৫ শে জ্যৈষ্ঠ । এখনো প্রায় ১ সপ্তাহের অপেক্ষা আষাঢ়ের দেখা পেতে । কিন্তু জ্যৈষ্ঠের এই গরমে প্রাণ হাঁস ফাঁস করে উঠছে । করোনার চিন্তা , সারাক্ষন সোশ্যাল ডিস্ট্যান্সিং মাথায় রেখে , মুখে মাস্ক লাগিয়ে এমনিই অসুস্থ হয়ে যাবার জোগাড় তার ওপর সূর্যদেবও চড়ে বসেছেন । দিন দিন তাপ বাড়িয়ে দিনের বেলা গরমের অস্বস্তি আর ঘামে নাজেহাল করে ছাড়ছেন সবাইকে ।
Post A Comment:
0 comments so far,add yours