সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, বরাবাটি স্টেডিয়ামে ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টিকিট পাওয়ার জন্য পড়েছিল লম্বা লাইন। যা দেখলে অনেকটা মনে হবে দুর্গাপুজোর কোনও প্যান্ডেলে ঢোকার জন্য লাইন পড়েছে।

কটকে IND-SA টি-২০ ম্যাচ টিকিটের জন্য হুড়োহুড়ি, কোনওমতে এড়াল পদপিষ্ট হওয়ার পরিস্থিতি!
কটকে IND-SA ম্যাচের টিকিট নিতে গিয়ে পদপিষ্ট হওয়ার দশা!


রাঁচি, রায়পুরের পর এ বার বিশাখাপত্তনমে নামবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। শনি-দুপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়া খেলবে সিরিজের তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচ। এই ম্যাচ ঘিরে ক্রিকেট প্রেমীদের উত্তেজনা তুঙ্গে। এরপর রয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) টি-২০ (T20) সিরিজ। প্রথম ম্যাচ কটকের বরাবাটি স্টেডিয়ামে। সেই ম্যাচের টিকিট নেওয়ার জন্য শুক্রবার হয়েছে তুমুল ভিড়। শুধু তাই নয়, কোনওমতে এড়ানো গিয়েছে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি।

ভারতের বরাবরই দেখা মেলে ক্রিকেট পাগল ভক্তদের। দেশের যে প্রান্তেই টিম ইন্ডিয়ার খেলা থাকুক না কেন, ক্রিকেট প্রেমীরা ভিড় জমান। বর্তমানে ভারতের মাটিতে চলছে টিম ইন্ডিয়া ও দক্ষিণ আফ্রিকার ৩ ম্যাচের ওডিআই সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচ ছিল রাঁচিতে। সেখানে হাউসফুল গ্যালারি দেখেছিল কিং কোহলির সেঞ্চুরি। এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচ ছিল রায়পুরে, সেখানেও বিরাট কোহলি সেঞ্চুরি হাঁকান। এ বার বিশাখাপত্তনমে কী হয় সেদিকে কোহলি-প্রেমীদের নজর। এই সিরিজের পর দুটো দল খেলবে টি-২০ সিরিজে। প্রথম ম্যাচ কটকে থাকায় সেখানকার টিকিটের চাহিদা আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে।



সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, বরাবাটি স্টেডিয়ামে ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টিকিট পাওয়ার জন্য পড়েছিল লম্বা লাইন। যা দেখলে অনেকটা মনে হবে দুর্গাপুজোর কোনও প্যান্ডেলে ঢোকার জন্য লাইন পড়েছে। আচমকাই সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার জোগাড় হয়েছিল। প্রচুর ক্রিকেট প্রেমী লাইন থেকে বেরিয়ে যান। চেঁচামেচি শুরু হয়। বিশৃঙ্খলার সৃষ্টি হয়। লাঠি হাতে পুলিশকে টহলদারি করতে, লাইন ঠিক করতে দেখা যায়।



বরাবাটি স্টেডিয়ামে বরাবরই ক্রিকেট পাগল ভক্তদের দেখা যায়। এখানে খেলা হলে গ্যালারিও হয় হাউসফুল। শেষবার ওই ভেনুতে এ বছরের ফেব্রুয়ারি মাসে ম্যাচ হয়েছিল। তা ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ওয়ান ডে। সেই ম্যাচ ৪ উইকেটে জিতেছিল ভারত। এ বার দেখার সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত ওই ভেনুতে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে কেমন খেলে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours