বর্তমানে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অ্যাকশনে দেখা যাচ্ছে রিয়ান পরাগকে। এই টুর্নামেন্ট চলাকালীন লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে বিদর্ভের বিরুদ্ধে অসমকে ৫৮ রানে জেতানোর পর রিয়ান বলেন, "আমার মনে হয় আমি ভারতের জন্য খেলার যোগ্য...


অতিরিক্ত আত্মবিশ্বাস হোক বা বিশ্বাস—আমি যোগ্য! ভারতের জার্সি গায়ে কবে দেখা যাবে? বললেন রিয়ান পরাগ
অতিরিক্ত আত্মবিশ্বাস হোক বা বিশ্বাস—আমি যোগ্য! আর কী বললেন রিয়ান পরাগ?


বছর ২৪ এর তরুণ অলরাউন্ডার রিয়ান পরাগ (Riyan Parag) শেষবার ভারতের (India) জার্সিতে খেলেছিলেন গত বছর। চলতি বছরে অসমের এই সেনসেশনের গায়ে আর নীল জার্সি ওঠেনি। কাঁধের চোটের কারণে, তিনি ভারতীয় টিমে জায়গা করে নিতে পারেননি। কিন্তু পরাগ আত্মবিশ্বাসী যে, তিনি মেন ইন ব্লুর হয়ে সাদা বলের ফর্ম্যাটে ভাল খেলতে পারবেন। সম্প্রতি সে কথাই জানালেন পরাগ।

বর্তমানে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অ্যাকশনে দেখা যাচ্ছে রিয়ান পরাগকে। এই টুর্নামেন্ট চলাকালীন লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে বিদর্ভের বিরুদ্ধে অসমকে ৫৮ রানে জেতানোর পর রিয়ান বলেন, “আমার মনে হয় আমি ভারতের জন্য খেলার যোগ্য ছিলাম। এটা আমার বিশ্বাস বা আপনারা চাইলে এটিকে অতিরিক্ত-আত্মবিশ্বাসও বলতে পারেন। কিন্তু আমি জানি যে কাঁধে চোটের কারণেই আমি এখন ভারতের হয়ে খেলছি না। না হলে আমার মনে হয় আমি ভারতের হয়ে সাদা বলের দুটি ফর্ম্যাটেই খেলতে পারতাম। যখনই আমি পুরোপুরি ফিট হয়ে উঠব, আপনারা আমাকে আবার ভারতের জার্সি গায়ে দেখতে পাবেন।”



কোভিড যদি আবার ফেরত না আসে...', রাজ্যকে ফের বার্তা দিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
ভারতের হয়ে রিয়ান ফের কবে খেলবেন, তা এখনই নিশ্চিত নয়। কিন্তু অসমের হয়েও তিনি সম্প্রতি ছন্দে নেই। যদিও রিয়ানের নেতৃত্বে অসম পাঁচ ম্যাচের মধ্যে দুটি জিততে পেরেছে, কিন্তু ব্যাট হাতে অধিনায়কের সময়টা মোটেই ভাল যায়নি। পাঁচ ইনিংসে মাত্র ৭.৮০ গড়ে তিনি করেছেন ৩৯ রান। এমনকি, এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত তিনি বলও করেননি। তবে, নিজের সাম্প্রতিক ফর্ম নিয়ে রিয়ান খুব বেশি চিন্তিত নন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours