বলিউডের সেলেবদের এখন নতুন আতঙ্ক। তাঁদের বিনা অনুমতিতে যথেচ্ছভাবে ব্যবহার হচ্ছে তাঁদের ছবি, ভিডিয়ো, কণ্ঠস্বর। বহু নামী-বেনামী ইউটিউব চ্যানেল তাঁদের ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে বিন্দাস ব্যবসা করে চলেছে। এর আগে এই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, আশা ভোঁসলেন মতো ব্যক্তিত্বরা।


নিজেকে বাঁচাতে আদালতে ছুটলেন সলমন! এবার কোন বিপদ সংকেত পেলেন বলিউডের ভাইজান?
আকাশ মিশ্র

বেশ কয়েক বছর ধরেই সলমন খানের গ্রহ-নক্ষত্র ভাল যাচ্ছে না। একের পর এক সমস্যায় জর্জড়িত তিনি। একে তো বক্স অফিসে ডাহা ফ্লপ তাঁর একের পর এক ছবি। তার উপর গ্যাংস্টার বিষ্ণোই দলের খুনের হুমকি তো রয়েইছে। এরই মাঝে টুকটাক সিনেমার শুটিং, রিয়ালিট শো করলেও, সলমনের জীবনে এখন নতুন বিপদ। আর এই বিপদের হাত থেকে বাঁচতেই আগেভাগে আদালতে ছুটলেন বলিউডের ভাইজান?

নতুন কী বিপদ এসেছে সলমনের জীবনে?



স্বামীর প্রতারণায় ভোটের অধিকার হাতছাড়া?

ন্যাজাটকাণ্ডে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের ভোলার, তালিকায় সস্ত্রীক শাহজাহানের নাম
বলিউডের সেলেবদের এখন নতুন আতঙ্ক। তাঁদের বিনা অনুমতিতে যথেচ্ছভাবে ব্যবহার হচ্ছে তাঁদের ছবি, ভিডিয়ো, কণ্ঠস্বর। বহু নামী-বেনামী ইউটিউব চ্যানেল তাঁদের ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে বিন্দাস ব্যবসা করে চলেছে। এর আগে এই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, আশা ভোঁসলেন মতো ব্যক্তিত্বরা। এবার সেই তালিকাতেই নাম লেখালেন সলমন খান।

বলিউড সুপারস্টার সলমন তাঁর ব্যক্তিত্বের অধিকার (Personality Rights) রক্ষার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এই মামলাটির শুনানি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বিচারপতি মনমিত প্রীতম সিং অরোরার এজলাসে হবে। অভিনেতার অভিযোগ, তাঁর সম্মতি বা অনুমোদন ছাড়াই তাঁর ছবি, কণ্ঠস্বর এবং অন্যান্য চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। সলমনের দুশ্চিন্তা তাঁর ছবি ও কণ্ঠস্বরের ভুল ব্যবহার করাও হতে পারে।

কয়েকদিন আগেই বিগ বস শেষ হয়েছে। অন্যদিকে, সলমন খান শেষ করেছেন তাঁর আগামী ছবি ব্যাটেল অফ গলওয়ান ছবির শুটিং। এরই মাঝে নিজের ইমেজকে সুরক্ষিত রাখতে দিল্লি হাই কোর্টে ছুটলেন বলিউডের দাবাং খান।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours