১৩ লক্ষ লোকের নাম পাওয়া গিয়েছে, যাদের আধার কার্ড ছিল না এবং তাঁরা মারা গিয়েছেন। আধার কর্তৃপক্ষকে এই কাজ করতে নির্দেশ দেওয়া হয় সব রাজ্যে। সেই অনুযায়ী বৈঠক করা হয় আধার কর্তৃপক্ষের সঙ্গে।


বাংলায় ৪৩ লক্ষ মৃত ভোটারের হদিশ পেল কমিশন, আধার থেকেই মিলল হিসেব
ফাইল ছবি


রাজ্যে মৃত ভোটারের সংখ্যা কত, জানতে উদ্যোগী নির্বাচন কমিশন। আধার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজ্যের সব সামাজিক প্রকল্প এখন থেকে খতিয়ে দেখতে হবে জেলাশাসকদের, এমনই নির্দেশ দেওয়া হল কমিশনের তরফে। ইতিমধ্যেই আধার কর্তৃপক্ষের থেকে মিলেছে মৃত ভোটারের হিসেব। সেই পরিসংখ্যান বলছে, সংখ্যাটা অন্তত ৪৩ লক্ষ।

রাজ্যে এনুমারেশন ফর্ম বিলির কাজ শেষের পথে। এবার ফর্ম ভেরিফিকেশনের কাজের পর মৃত ভোটারদের নাম বাদ দেওয়াই অন্যতম কাজ কমিশনের। এদিন জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, বিভিন্ন স্যোশাল স্কিম যেমন বিধবা ভাতা, সমব্যাথী প্রকল্পে কারা নাম তুলেছেন, তা খতিয়ে দেখতে হবে।



কোর্টের ভিতর হোয়াটস অ্যাপ দেখালেন বিকাশ, একটু হেসে বিচারপতি সিনহা বললেন,'এভাবে কি আর চাপ দেওয়া যায়...', কী হল হঠাৎ হাইকোর্টে?
'আমরা তো কারও না কারও সার্ভেন্ট', কী ইঙ্গিত দিচ্ছেন স্বর্ণ ব্যবসায়ী খুনে ধৃতরা?
একইসঙ্গে আধার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে কমিশন জানতে পেরেছে, প্রায় ৪৩ লক্ষ মৃত ভোটার রয়েছে এ রাজ্যে। ব্যাঙ্কে কারা KYC আপডেট বন্ধ করে দিয়েছে বা আপডেট করেছে, সেই তথ্যের মাধ্যমে ওই সংখ্যা জানা সম্ভব হয়েছে। এছাড়াও ১৩ লক্ষ লোকের নাম পাওয়া গিয়েছে, যাদের আধার কার্ড ছিল না এবং তাঁরা মারা গিয়েছেন। আধার কর্তৃপক্ষকে এই কাজ করতে নির্দেশ দেওয়া হয় সব রাজ্যে। সেই অনুযায়ী বৈঠক করা হয় আধার কর্তৃপক্ষের সঙ্গে।

শিলিগুড়ি, কালিয়াগঞ্জ, তপন, রাণাঘাট উত্তর পূর্ব, জগদ্দল, নোয়াপাড়া, খড়দহ, পানিহাটি, রাজারহাট, নিউটাউন, বিধাননগর, রাজারহাট-গোপালপুর, জয়পুর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিন ও উত্তর, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, মহেশতলা,মেটিয়াব্রুজ, কলকাতা বন্দর, বেলেঘাটা, জোড়াসাঁকো, কাশীপুর বেলগাছিয়া, বালি, হাওড়া উত্তর, হাওড়া দক্ষিণ, খড়্গপুর সদর, দুবরাজপুর,সিউড়ি, আলিপুরদুয়ার, কুলটি, কসবা- এই সব জায়গায় ৭৫ শতাংশের কম ফর্ম বিলি হয়েছে বলে কমিশন সূত্রে খবর। বুধবার ৬ কোটি ৮৭ লক্ষ এনুমারেশন ফর্ম বিলি হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours