আগামী কয়েকদিন সকালের দিকে ভালই কুয়াশার দেখা যাবে কলকাতা ও আশপাশের এলাকাগুলিতে। তবে তুলনায় দাপট বেশি থাকবে উপকূল সংলগ্ন জেলাগুলিতে। আগামী ৩ থেকে ৪ দিনে অন্তত ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
১৪ রেকর্ড বাঁকুড়ায়, পিছিয়ে নেই পুরুলিয়াও! শীতের শুরুতেই কতটা ঠান্ডা হল কলকাতা?
কী বলছে আবহাওয়া দফতর?
অবশেষে ২০ ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার পারদ। শেষ আপডেট বলছে ১৯.২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে আলিপুরের তাপমাত্রা। ১৫ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। তবে শীতপ্রেমীদের জন্য সুখবরের এখানেই শেষ নয়। আবহাওয়াবিদরা বলছেন, এই দফায় আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। আগামী কয়েকদিন আকাশ একেবারে ঝকঝকেই থাকছে। আপাতত বৃষ্টির কোনও আশঙ্কাই নেই।
পশ্চিমী হাওয়ার দাপট চলছে গোটা রাজ্যজুড়েই। উত্তর পশ্চিমের শীতল হাওয়াও বইতে শুরু করেছে পুরোদমে। তাঁর প্রভাবেই শীতের আরও বাড়বে বলে অনুমান করা হচ্ছে। এদিন বাঁকুড়া সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। শ্রীনিকেতন ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াস। কল্যাণীতে ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। উলুবেড়িয়ায় ১৬ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। দমদমে ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস।
৪ বছর ধরে ভাঁড়ে জমিয়েছেন টাকা, খুচরো গুনতে গুনতে ক্লান্ত শোরুমের কর্মীরা
Sheikh Hasina News: ক্লিনটন পরিবার ফেলেছে হাসিনার সরকার? ইউনূসের 'নেক্সাস' ফাঁস করল প্রাক্তন মন্ত্রী
আগামী কয়েকদিন সকালের দিকে ভালই কুয়াশার দেখা যাবে কলকাতা ও আশপাশের এলাকাগুলিতে। তবে তুলনায় দাপট বেশি থাকবে উপকূল সংলগ্ন জেলাগুলিতে। আগামী ৩ থেকে ৪ দিনে অন্তত ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শনিবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ঘোরাফেরা করছে ৩৮ থেকে ৮২ শতাংশের মধ্যে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী দুই থেকে তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।
তবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পূর্ব বাংলাদেশেও রয়েছে আরও কটি ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত গাল্ফ অফ মানার এবং কোমোরিন এলাকায় রয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পাঞ্জাব এলাকায়।


Post A Comment:
0 comments so far,add yours