পিছিয়ে পড়া যাদবদের স্বাবলম্বী করতে নয়া উদ্যোগ! বিবেকানন্দ বিদ্যানিকেতনে সংবর্ধনা সভা, পাশে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী 

পিছিয়ে পড়া যাদব সম্প্রদায়ের মানুষ এবং তাদের ছেলেমেয়েদের স্বাবলম্বী করার মহান লক্ষ্য নিয়ে রবিবার সাগর ব্লক যাদব সভার উদ্যোগে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলে এক সভার আয়োজন করা হয়। এই উদ্যোগ যাদব সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করল।
​এদিনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তাঁর উপস্থিতি সভার গুরুত্ব বহুগুণ বাড়িয়ে তোলে। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা, পঞ্চায়েতের উপপ্রধান সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। দক্ষিণ ২৪ পরগনা জেলার যাদব সভার সদস্যরাও এই মহতী অনুষ্ঠানে শামিল হন।

​সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের এই পিছিয়ে পড়া অংশকে এগিয়ে নিয়ে যাওয়াই তাঁদের মূল উদ্দেশ্য। বিশেষ করে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করতে এদিন এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। স্বয়ং মন্ত্রীর হাত দিয়ে দুটি কৃতি ছাত্রীর হাতে এক হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেন দক্ষিণ ২৪ পরগনা জেলার যাদব সভার সদস্যরা। এই আর্থিক সাহায্য ছাত্রীদের পড়াশোনার পথে প্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।
​মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তাঁর বক্তব্যে সভার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার করেন। তিনি বলেন, রাজ্য সরকারও সর্বদা এই ধরনের জনকল্যাণমূলক কাজের সঙ্গে রয়েছে। এই ধরনের সভাগুলি কেবল আর্থিক সাহায্যই নয়, সমাজে পিছিয়ে পড়াদের মধ্যে আশা ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। সাগর ব্লক যাদব সভার এই পদক্ষেপ নিঃসন্দেহে সমাজের কাছে এক অনুপ্রেরণা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours