চলতি সপ্তাহের গোড়া থেকেই গুরুতর অসুস্থ খালেদা জিয়া। বুধবার তিনি প্রায় নিঃসাড় হয়ে পড়েন। তাঁর কিডনি বিকল, ফুসফুসে জমেছে জল। প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি নেত্রী। চিকিৎসকরা ডায়ালিসিস করছেন।


 কাজ করছে না কিডনি, ফুসফুসে জমেছে জল, খালেদা জিয়ার অবস্থা কেমন জানালেন চিকিৎসকরা?
খালেদা জিয়া।


সঙ্কটে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়া (Khaleda Zia)। একাধিক শারীরিক অসুস্থতা ও জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া। বর্তমানে সিসিইউ-তে রয়েছেন তিনি। তবে তেমন কোনও সাড়া দিচ্ছেন না তিনি। শনিবার সামান্য কথা বলেছেন খালেদা জিয়া, তবে চিকিৎসকরা জানিয়েছেন, এখনও সঙ্কটজনক অবস্থাতেই রয়েছেন বিএনপি নেত্রী।






চলতি সপ্তাহের গোড়া থেকেই গুরুতর অসুস্থ খালেদা জিয়া। বুধবার তিনি প্রায় নিঃসাড় হয়ে পড়েন। তাঁর কিডনি বিকল, ফুসফুসে জমেছে জল। প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি নেত্রী। চিকিৎসকরা ডায়ালিসিস করছেন। টানা চারদিন ডায়ালিসিস দেওয়া হয়েছে খালেদা জিয়াকে। বিগত কয়েকদিনের তুলনায় শনিবার খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও, এখনও তিনি সঙ্কটজনক অবস্থাতেই রয়েছেন বলে সূত্রের খবর।

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসকরা জানিয়েছেন, আগামী কয়েকদিন খালেদা জিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিডনির কার্যক্ষমতা না বাড়লে, শারীরিক অবস্থায় উন্নতি হওয়ার সম্ভাবনা কঠিন।

এদিকে, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করলেও, তার শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক থাকায় বিমানের ধকল সহ্য করা সম্ভব হবে না। আগামী দুই-একদিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখার পর বিদেশে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। যদি শারীরিক অবস্থার উন্নতি হয়, তাহলে লন্ডনে নিয়ে যাওয়া হবে। নাহলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এই মুহূর্তে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা তাঁর নেই। বিদেশে নেওয়ার জন্য প্রয়োজনীয় ভিসা, যেসব দেশে নেওয়া হতে পারে, তাদের সঙ্গে যোগাযোগ এবং এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে আলোচনা হয়েছে। কাজ এগিয়ে রাখা হয়েছে যাতে প্রয়োজন হলেই দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়।

প্রসঙ্গত, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours