ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জয় করল ভারতীয় মহিলা ক্রিকেট টিম। এই বিশ্বকাপ জয়ী টিমের সদস্য বাংলার মেয়ে রিচা ঘোষও। তিনিও নিজের ছাপ রেখেছেন টুর্নামেন্টে। মেয়েদের বিশ্বজয়ের পর শুভেচ্ছা জানাতে ভোলেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।


ঐতিহাসিক বিশ্বজয়! দেশের লড়াকু মেয়েদের সাবাশি প্রধানমন্ত্রীর, 'আরও সাফল্য অপেক্ষা করছে', লিখলেন মুখ্যমন্ত্রী
জয়ের শুভেচ্ছা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর।



ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জয় করল ভারতীয় মহিলা ক্রিকেট টিম। তাঁদের এই সাফল্যে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “আইসিসি মহিলা বিশ্বকাপের ফাইনালে অসাধারণ জয় ভারতীয় টিমের। ফাইনালে তাদের পারফরম্যান্স অসাধারণ দক্ষতা ও আত্মবিশ্বাসকেই ফুটিয়ে তুলেছে।”




তিনি আরও লেখেন, “টুর্নামেন্ট জুড়ে টিম অতুলনীয় টিমওয়ার্ক ও লড়াকু মনোভাব দেখিয়েছে। আমাদের খেলোয়াড়দের অভিনন্দন। এই ঐতিহাসিক জয় ভবিষ্যতের চ্যাম্পিয়নদের খেলা বেছে নিতে অনুপ্রাণিত করবে।”

শুধু প্রধানমন্ত্রী নন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও জয়ের পরই শুভেচ্ছা জানান। ভারতীয় মহিলা টিমের এই জয় দেশের মাথায় মুকুট ওঠার মুহূর্ত বলেই বর্ণনা করেন তিনি। এক্স হ্যান্ডেলে লেখেন, “হ্যাটস অফ বিশ্বজয়ী টিম ইন্ডিয়া। এটা দেশের জন্য গর্বের মুহূর্ত, আমাদের টিম আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ তুলল, দেশের গর্বকে আকাশ ছুঁল। তোমাদের অসাধারণ দক্ষতা লক্ষ লক্ষ মেয়েদের কাছে অনুপ্রেরণার পথ তৈরি করে দিল। গোটা টিমকে শুভেচ্ছা।”



অন্যদিকে, এই বিশ্বকাপ জয়ী টিমের সদস্য বাংলার মেয়ে রিচা ঘোষও। তিনিও নিজের ছাপ রেখেছেন টুর্নামেন্টে। মেয়েদের বিশ্বজয়ের পর শুভেচ্ছা জানাতে ভোলেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।



তিনিও এক্স হ্যান্ডেলে লেখেন, “আজ বিশ্বকাপের ফাইনালে নীল জার্সিতে আমাদের মেয়েদের সাফল্যে গোটা দেশ গর্বিত। ওরা যে লড়াই ও দক্ষতা দেখিয়েছে গোটা টুর্নামেন্ট জুড়ে, তা নতুন প্রজন্মের কিশোরী-যুবতীদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। তোমরা প্রমাণ করেছো যে বিশ্বমানে সেরা টিম তোমরা এবং আমাদের অসাধারণ মুহূর্ত উপহার দিয়েছো। তোমরা আমাদের হিরো। ভবিষ্যতে আরও বড় জয়-সাফল্য অপেক্ষা করছে তোমাদের জন্য। আমরা তোমাদের পাশে আছি।”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours