*নিম্নমানের রেশান সামগ্রীতে আটা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করল এলাকার মানুষজন*
দক্ষিণ ২৪ পরগনা জেলার নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় মঙ্গলবার দিন সকাল থেকে রেশন দেওয়া শুরু করেছে রেশন ডিলার। রেশন ডিলার রেশন দিতে গিয়ে এলাকার মানুষজনের ক্ষোভের মুখে পড়ে এলাকার মানুষজনের দাবি দীর্ঘ পাঁচ মাস ধরে রেশন ডিলার যে দুয়ারের রেশনে আটা সামগ্রী দিচ্ছে তার নিম্নমানের, বারংবার এলাকার মানুষজন বলার সত্বেও কোন ভাবেই আটা সঠিক না পাওয়ায় এলাকার মানুষজন রেশন ডিলারের উপরে ক্ষোভ প্রকাশ করে,
তবে এই বিষয়ে রেশন ডিলার জানিয়েছেন এই বিষয়টি নিয়ে বারংবার কর্তৃপক্ষকে জানানো হয়েছে তার পরেও এই সামগ্রী আঁটা দেওয়া হচ্ছে বলে। তবে তিনি এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে ই কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে
স্টাফ রিপোর্টার মুন্না সরদার


Post A Comment:
0 comments so far,add yours