নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি মাল বোঝাই লরি।
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ১১৭ নম্বর জাতীয় সড়কের দোতলা বাড়ি বাস স্টপেজের কাছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে রেশনের চালের বস্তা বোঝাই করে একটি লরি বকখালি দিকে যাচ্ছিল।
লরিটি দোতলা বাড়ি বাস স্টপেজের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলে পৌঁছায় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ । স্থানীয় ও পুলিশের তৎপরতায় চালককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়ে হাসপাতালে।
বকখালি থেকে মুন্না সরদারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম


Post A Comment:
0 comments so far,add yours