বাংলাদেশের জেলে আটক থাকা কালীন মৃত্যু হল এক ভারতীয় মৎস্যজীবীর।
স্থানীয় সূত্রে জানা যায় হারুডপয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম গঙ্গাধরপুর এলাকার বাসিন্দা বাবুল দাস। কয়েক মাস আগেই "মা মঙ্গলচন্ডী" নামক ট্রলারে করে মাছ ধরতে গিয়ে আন্তর্জাতিক জল সীমানা লংঘন করার অপরাধে বাংলাদেশি নৌ সেনার হাতে আটক হয়।
তারপর থেকেই বাংলাদেশের জেলে আটক ছিল ওই মৎস্যজীবীরা। হঠাৎ ১৫ই নভেম্বর পরিবারের কাছে খবর আসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই জেলে থাকা বাবুল নামে এক মৎস্যজীবীর। খবর পাওয়া মাত্রই কাকদ্বীপে বাবুলের বাড়িতে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। পরিবার সূত্রে জানা গেছে পরিবারের হাল ধরতে গভীর সমুদ্রে মাছ ধরতে যায় বাবুল, তার এই মৃত্যুর খবরে পরিবার ও অসহায় হয় পড়েছে। অন্যদিকে পরিবারের লোক এও দাবি করছে, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বাবুলকে। ইতিমধ্যেই মৃতের পরিবারের সঙ্গে দেখা করেছেন সুন্দরবন মৎস্যজীবী ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র। তিনি পরিবারের সঙ্গে দেখা করে বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব আর দেহ যাতে ঘরে ফিরিয়ে আনা যায় তার ব্যবস্থা গ্রহণ করা হবে ।


Post A Comment:
0 comments so far,add yours