বিহারে এনডিএ-র বিপুল জয়, দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে বিজয় উল্লাস!

বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের বিপুল জয়ের পর দেশজুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের মেজাজ। রাজ্যের অন্যান্য জেলার মতো দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের রুদ্রনগর এলাকাতেও দেখা গেল সেই ছবি।
বিজেপি কর্মী-সমর্থকরা একে অপরকে মিষ্টি মুখ করিয়ে উল্লাস প্রকাশ করেন। আনন্দের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর গেরুয়া আবিরের রঙে মেতে ওঠেন সকলে। এই আনন্দের মুহূর্তকে আরও জমজমাট করতে রুদ্রনগর বাজারে এক বিজয় মিছিলেরও আয়োজন করা হয়। কর্মীদের এই স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস প্রমাণ করে, সুদূর বিহারের এই জয়ের ঢেউ বাংলার প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours