এবারের এসআইআর প্রক্রিয়ায় ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলও-রা। ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের কথা রয়েছে। ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা। এদিকে ২৮ নভেম্বর পর্যন্ত কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত ২৭ লক্ষ ৭১ হাজার ফর্ম আনকালেকটেড।
৪ ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম জমা না দিলে কী হবে?
কী বলছে নির্বাচন কমিশন?
৪ ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম জমা না দিলে তাঁরা আন-কালেক্টেড শ্রেণিতে পড়বেন। ৯ ডিসেম্বরের পর তাঁদের আবার ফর্ম ৬ জমা দিতে হবে। অর্থাৎ ফের নতুন করে নাম তোলার জন্য তাঁদের চেষ্টা করতে হবে, অনলাইনেই আবেদন করা যাবে। এমনটাই নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের। এদিন সমস্ত জেলার নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠক করেন সিইও। সেখানেই এনুমারেশন ফর্ম জমা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। দেখা যয়া শহরাঞ্চলের বহু ভোটার এখনও এনুমারেশন ফর্ম জমা দেননি। আলাদা করে শোনা যায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, শিলিগুড়ি, হাওড়া, কলকাতার বড় অংশের কথা। আলাদা করে শোনা যায় দক্ষিণ কলকাতার কথাও। এ নিয়ে আলোচনার মধ্যেই নতুন এই নির্দেশ দিতে দেখা যায় মনোজ আগারওয়ালকে।
অন্যদিকে ইতিমধ্যেই রাজ্যে এসেছেন স্পেশ্যাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। একজনও বৈধ ভোটার যাতে বাদ না যায় সে কথা তিনিও জোর দিয়ে বলে দিয়েছেন জেলা নির্বাচনী আধিকারিকদের। পাশাপাশি কোনও অবৈধ ভোটার যাতে লিস্টে না থাকে সে বিষয়ে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
SIR শুনানির কথা মাথায় রেখে বড় পদক্ষেপ, অতিরিক্ত কর্মী নিয়োগের পথে কলকাতা পুরনিগম
এদিকে এবারের এসআইআর প্রক্রিয়ায় ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলও-রা। ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের কথা রয়েছে। ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা। এদিকে ২৮ নভেম্বর পর্যন্ত কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত ২৭ লক্ষ ৭১ হাজার ফর্ম আনকালেকটেড। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা ১৫ লক্ষ ৫৩ হাজার। খুঁজে পাওয়া যায়নি ২ লক্ষ ৬১ হাজার ভোটারকে। এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছেন ৮ লক্ষ ৮৮ হাজার ভোটার। ডুপ্লিকেট ও ডবল এন্ট্রি রয়েছে এমন ভোটারের সংখ্যা ৫৮ হাজার ১৬৪।


Post A Comment:
0 comments so far,add yours