এদিন জেলাশাসক তথা জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করে সিইও মনোজ আগরওয়াল। ছিলেন স্পেশ্যাল রোল অবজারভার সুব্রত গুপ্তও। জেলা শাসকদের সঙ্গে বৈঠকেই মাঝেই উঠে আসে একাধিক নতুন তথ্য। উত্তর কলকাতায় সবথেকে বেশি মৃত ভোটারের খোঁজ মিলেছে বলে জানা যাচ্ছে।

 আপাতত খসড়া তালিকায় থাকছে না ৩৫ লক্ষের বেশি ভোটারের নাম, শনির সন্ধ্যায় নতুন তথ্য কমিশনের
সিইও মনোজ আগরওয়াল


দিন যত গড়াচ্ছে ততই সংখ্যা বেড়েই চলেছে। আপাতত খসড়া তালিকায় থাকছে না ৩৫ লক্ষ ২৩ হাজার ৮০০ নাম। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হিসাব প্রকাশ করল নির্বাচন কমিশন। যার মধ্যে মৃত ভোটারের সংখ্যা ১৮ লক্ষ ৭০ হাজার বলে জানা যাচ্ছে। এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন ১১ লক্ষ ৮২ হাজার ভোটার। অনুপস্থিত অর্থাৎ এনুমারেশন ফর্ম সংগ্রহ করেননি বা খুঁজে পাওয়া যায়নি এমন ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৮০ হাজার। পাশাপাশি ডুপ্লিকেট ভোটারের সংখ্যা ৭৭ হাজার ৫৬৫। সূত্রের খবর, আগামীতে এই ৫ ক্যাটাগরির কথা উল্লেখ করে আলাদা একটি তালিকা তৈরি করবে কমিশন। সেই তালিকা প্রতিটা এসডিও অফিসের বাইরে টাঙিয়ে দেওয়া হবে। 

গত ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যেতে শুরু করেছেন বিএলও-রা। হাতে কয়েকটা দিন। ৪ ডিসেম্বরের মধ্যে শেষ হবে এনুমারেশন ফর্ম সংগ্রহের কাজ। জোরকদমে চলছে ডিজিটাইজেশনের কাজও। নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত ৬ কোটি ৭৮ লক্ষ ভোটারের নাম ডিজিটাইজট হয়ে গিয়েছে। ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের কথা রয়েছে নির্বাচন কমিশনের। ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা সামনে আসবে। 


বাড়বে আপনার EPF-এর সুদ, আগের থেকে কত বাড়তি টাকা হাতে পাবেন জানেন?
ছেলের বিয়ে দিয়েই খরাজের কড়া নির্দেশ, বউমাকে সব দিয়ে দাও ! কী বলছেন খরাজ-পুত্র?
এদিন জেলাশাসক তথা জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করে সিইও মনোজ আগরওয়াল। ছিলেন স্পেশ্যাল রোল অবজারভার সুব্রত গুপ্তও। জেলা শাসকদের সঙ্গে বৈঠকেই মাঝেই উঠে আসে একাধিক নতুন তথ্য। উত্তর কলকাতায় সবথেকে বেশি মৃত ভোটারের খোঁজ মিলেছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, শিলিগুড়ি, হাওড়া, কলকাতার মতো শহরাঞ্চলের বহু ভোটার এখনও এনুমারেশন ফর্ম জমা দেননি বলে জানা যাচ্ছে। ৪ ডিসেম্বেরর মধ্যে জমা না দিলে ৯ ডিসেম্বরের পর তাঁদের আবার ফর্ম ৬ জমা দিতে হবে। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours