সোনারপুরে মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার, এআই দিয়ে নগ্ন ছবি বানিয়ে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পরিবারের

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে এ আই (AI) এর সাহায্যে মাধ্যমিক পরীক্ষার্থীর নগ্ন ছবি বানিয়ে তা সমাজমাধ্যমে ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠলো। সামনের বছর তার মাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল। কিন্তু জীবনের প্রথম বড় পরীক্ষায় আর বসা হল না। এক যুবক-সহ বেশ কয়েক জন প্রতিবেশীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কিশোরীর মা।

স্থানীয় সুত্রে জানাযায় সোনারপুরে মামার বাড়িতে থাকত ওই ছাত্রী। বাড়়িতে সন্ধ্যার সময়ে কেউ ছিলেন না। স্কুল থেকে ফিরে বাড়িতে একাই ছিল মেয়েটি। সেই সময়েই এই ঘটনা ঘটে বলে অভিযোগ মেয়েটির পরিবারের। পরে তার এক আত্মীয় বাড়িতে এসে ঘটনাটি জানতে পারে। দ্রুত মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মৃতার এক আত্মীয়া জানাচ্ছেন, বৃহস্পতিবার অনেকক্ষণ ধরে তাঁরা মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না। কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও মেয়ের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় মাধ্যমিক পরীক্ষার্থীকে। বাড়ির লোকের অভিযোগ, এলাকার এক যুবক মেয়েটিকে নিয়মিত উত্যক্ত করত। ওই যুবকের অন্য এক প্রেমিকাও রয়েছে বলে অভিযোগ পরিবারের। সম্প্রতি, সেই মেয়েটি এই মাধ্যমিক পরীক্ষার্থীর ভুয়ো নগ্ন ছবি ভাইরাল করে দেয় বলে অভিযোগ। প্রযুক্তির সাহায্যে ভুয়ো নগ্ন ছবি তৈরি করে তা ভাইরাল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, বিষয়টি জানতে পেরেই মানসিক অবসাদে ভুগছিল ওই ছাত্রী।

সোনারপুরে মামাবাড়িতে থাকত কিশোরী। বৃহস্পতিবার রাতে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া। 


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours