তপসিয়া থানা এলাকায় অবিনাশ চৌধুরী লেনে রাস্তার মাঝে বাইক রেখে, কার্যত রাস্তা বন্ধ করে আড্ডা মারছিল বেশ কয়েকজন। তার মধ্যে একজন ছিলেন মহম্মদ জসিমুদ্দিন। সেই সময় আসেন মহম্মদ হানিফ। তিনি জসিমুদ্দিনকে বাইক সরাতে বলেন। বলেন যে এখানে এভাবে বাইক রাখা যাবে না।
বাইক রাখা যাবে না বলতেই পেটে একের পর ছুরির কোপ! রক্তারক্তি কাণ্ড তপসিয়ায়
প্রতীকী চিত্র।
সামান্য বাইক রাখা নিয়ে বচসা। ছুরি মেরে খুনের চেষ্টা এক ব্যক্তিকে। রবিবার রাতে দুই ব্যক্তির বচসাতেই রক্তারক্তি কাণ্ড ঘটে তপসিয়ায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে রবিবার সাড়ে ১০টা নাগাদ। আক্রান্ত ব্যক্তির নাম মহম্মদ হানিফ। দুই ব্যক্তির মধ্যে বাইক রাখা নিয়ে বচসা বাধে। সেখান থেকেই হামলা। জানা গিয়েছে, তপসিয়া থানা এলাকায় অবিনাশ চৌধুরী লেনে রাস্তার মাঝে বাইক রেখে, কার্যত রাস্তা বন্ধ করে আড্ডা মারছিল বেশ কয়েকজন। তার মধ্যে একজন ছিলেন মহম্মদ জসিমুদ্দিন। সেই সময় আসেন মহম্মদ হানিফ। তিনি জসিমুদ্দিনকে বাইক সরাতে বলেন। বলেন যে এখানে এভাবে বাইক রাখা যাবে না।
এই নিয়েই দুইজনের মধ্যে বচসা বাধে। তুমুল কথা কাটাকাটি শুরু হয়। বচসার মাঝেই আচমকা মহম্মদ হানিফকে ছুরি মারেন মহম্মদ জসিমুদ্দিন। একের পর এক কোপ মারেন। আহত অবস্থায় মহম্মদ হানিফকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এরপর তিনি তপসিয়া থানায় অভিযোগ দায়ের করেন। এফআইআরের ভিত্তিতেই অভিযুক্ত মহম্মদ জসিমুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে আজ সকালেই আবার হরিদেবপুরে গুলি চলে। বাড়ি থেকে ১০০ মিটার দূরে, ক্লাবের সামনেই এক মহিলাকে লক্ষ্য করেই গুলি চালায় এক ব্যক্তি। ওই মহিলার পিঠে গুলি লাগে। তাঁকে প্রথমে এমআর বাঙুর হাসপাতালে ও পরে এসএসকেএম-এ স্থানান্তরিত করা হয়।


Post A Comment:
0 comments so far,add yours