অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কয়েকমাস আগে অবশ্য এই ডিজিটাল যোদ্ধা কর্মসূচি বিহারে শুরু করেছেন প্রাক্তন ভোট কুশলী প্রশান্ত কিশোর। তাঁর জন সুরজ পার্টি এবার বিহারে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। জন সুরজ পার্টির হাত শক্ত করতেই ডিজিটাল যোদ্ধা কর্মসূচি শুরু করেন প্রশান্ত কিশোর।


 অভিষেকের 'ডিজিটাল যোদ্ধা'-র পরিকল্পনায় পিকের ছায়া?
কয়েকমাস আগে বিহারে ডিজিটাল যোদ্ধা শুরু করেন প্রশান্ত কিশোর

একসময় তিনি তৃণমূলের ভোট কুশলী ছিলেন। এখনও আইপ্যাক সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে। তবে তিনি আইপ্যাক থেকে বেরিয়ে নিজের রাজনৈতিক দল গঠন করেছেন। তারপরও কি প্রাক্তন ভোট কুশলী প্রশান্ত কিশোরের ছায়া দেখা যাচ্ছে তৃণমূলে? প্রশ্ন উঠছে, তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি ঘোষণার পরই। অভিষেকের ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’-র সঙ্গে অনেকেই মিল পাচ্ছেন প্রশান্ত কিশোরের ‘ডিজিটাল যোদ্ধা’-র।


বর্তমান সময়ে যুব সমাজের উপর ডিজিটাল প্ল্যাটফর্মের বড় প্রভাব দেখা যায়। বিভিন্ন রাজনৈতিক দলগুলি তা স্বীকারও করে। ডিজিটাল দুনিয়া ও সমাজমাধ্যমে নিজেদের প্রচার আরও জোরদার করতে গতকাল নতুন কর্মসূচি শুরু করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার পোশাকি নাম ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’। সমাজমাধ্যমে বাংলা-বিরোধীরা কুৎসা ও অপপ্রচার করছে বলে অভিযোগ অভিষেকের। তারই মোকাবিলায় তৃণমূলের নতুন এই কর্মসূচি। বাংলা-বিরোধী এজেন্ডার মোকাবিলাই যে এই কর্মসূচির লক্ষ্য, তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours