ঠিক তার পাশে শব্দবাজি ফাটাচ্ছিলেন কয়েকজন। তাতেই আপত্তি জানালে প্রতিবেশীদের সঙ্গে বচসা বাধে অভিযোগকারীদের। একদল ব্যক্তি ওই যুবকের উপর চড়াও হয়। এবং বেধড়ক মারধর করে বলে অভিযোগ। স্বামীকে মারতে দেখে স্ত্রী ছুটে এলে তাঁকেও রাস্তায় ফেলে একাধিক পুরুষ ও কয়েকজন মহিলা মিলে মারধর করে।


বাজি ফাটানো নিয়ে তর্ক-বিতর্ক, স্বামীকে মার, স্ত্রীর গোপনাঙ্গ স্পর্শের অভিযোগ সোনারপুরে
বাজি ফাটানো নিয়ে ঝামেলা


শব্দবাজি ফাটানো নিয়ে প্রতিবাদ। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর হাড়হিম ঘটনা। বেধড়ক মারধর ও শ্লীলতাহানির শিকার এক দম্পতি। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। উল্লেখ্য, এর আগে কালীপুজোর দিন জোরে জোরে মিউজিক বক্স বাজানো নিয়ে গণ্ডগোলের জেরে খুন হন এক ব্যক্তি। সেই ঘটনাটিও ঘটেছিল সোনারপুরে। আর এবার বাজি ফাটানো নিয়ে অশান্তি।

অভিযোগ, ওই দম্পতির বাড়ির সামনে ইলেকট্রিক স্কুটি রাখা থাকে। ঠিক তার পাশে শব্দবাজি ফাটাচ্ছিলেন কয়েকজন। তাতেই আপত্তি জানালে প্রতিবেশীদের সঙ্গে বচসা বাধে অভিযোগকারীদের। একদল ব্যক্তি ওই যুবকের উপর চড়াও হয়। এবং বেধড়ক মারধর করে বলে অভিযোগ। স্বামীকে মারতে দেখে স্ত্রী ছুটে এলে তাঁকেও রাস্তায় ফেলে একাধিক পুরুষ ও কয়েকজন মহিলা মিলে মারধর করে। এখনেই শেষ নয়, অভিযোগ সেই সময় কয়েকজন পুরুষ মহিলার গোপনাঙ্গেও হাত দেয় বলে অভিযোগ, এমনকী হুমকি দেওয়া হয়, পুলিশে অভিযোগ জানালে তাঁকে ধর্ষণ করা হবে এবং তাঁর স্বামীকে খুন করা হবে। শনিবার সকালে নির্যাতিতা সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



 মেয়েকে বাবার সম্পত্তির অধিকার দিল না হাইকোর্ট, কী বলছে আইন?
আহত ব্যক্তি বলেন, “বাইরে ইলেকট্রিক স্কুটি ছিল। সেখানে ক্রমাগত কালী পটকা পড়ছে। একটা ফুলকি থেকেই গাড়িতে আগুন ধরে যেতে পারে। তাই তুলতে গিয়েছিলাম। গাড়ি সামনে ময়লা পড়েছিল। আমি সেটা মুছছিলাম। ওরা বাজি ফাটাচ্ছিল আমার দিকে ছুড়ে। তারপর কয়েকজন এসে বলছে তুমি দাঁড়াচ্ছ কেন এখানে? বোমা গায়ে পড়লে আমাদের বলবে না। এরপর একটা বাজি ছুড়ল আমায় পায়ে। এরপর আমার স্ত্রী বের হয়। আমাকে আর আমার স্ত্রীকে মারধর করে। আমরা থানায় অভিযোগ করেছি।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours