ব্রিটেনের মন্ত্রী যখন জানান যে ওয়াশিংটনের সহযোগিতায় লন্ডন ও বার্লিন তাদের শক্তি সরবরাহের ইস্যু মিটিয়ে নিয়েছে। এরপরই ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়াল বলেন, "তাহলে কেন ভারতকে একা নিশানা করা হচ্ছে?" 

'একা ভারতকেই কেন নিশানা করা হচ্ছে?', ব্রিটিশ মন্ত্রীকে সোজাসাপটা প্রশ্ন পীযূষ গয়ালের, থতমত খেয়ে বললেন...
গোল টেবিল বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল।

কেন শুধু ভারতের উপরেই চাপানো হচ্ছে শুল্ক? রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে কেন ভারতের উপরেই চাপ সৃষ্টি করা হচ্ছে, যেখানে ইউরোপীয় দেশগুলিকে ছাড় দেওয়া হচ্ছে? প্রশ্ন তুললেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়াল (Piyush Goyal)।

ব্রিটেনের বাণিজ্য মন্ত্রী ডগলাস আলেক্সাজান্ডারের সঙ্গে গোল টেবিল বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল। সম্প্রতি রাশিয়ার তেল উৎপাদক কোম্পানি রসনেফ্টের উপরে নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা। এদিকে রাশিয়া থেকে তেল কেনে ভারত, যা নিয়ে তীব্র আপত্তি আমেরিকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন রাশিয়ার থেকে তেল কেনার জন্য।



ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ফের ভারী বৃষ্টির দাপট শুরু কবে থেকে? দুর্যোগ কোন কোন জেলায়
'আমার পাড়া, তৃণমূল তাড়া', নতুন স্লোগান শুভেন্দুর, ভারতীয় মুসলিমদেরও দিলেন বার্তা
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ব্রিটেনের মন্ত্রী যখন জানান যে ওয়াশিংটনের সহযোগিতায় লন্ডন ও বার্লিন তাদের শক্তি সরবরাহের ইস্যু মিটিয়ে নিয়েছে। এরপরই ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়াল বলেন, “তাহলে কেন ভারতকে একা নিশানা করা হচ্ছে?”

এই প্রশ্নে কিছুক্ষণ থতমত খেয়ে যান ব্রিটিশ মন্ত্রী। তিনি বলেন, “এই ইস্যু রসনেফ্টের সঙ্গে সম্পর্কযুক্ত একটা সাবসিডি নিয়ে। আসুন আমাদের সঙ্গে কথা বলুন। আমাদের দরজা সবসময় খোলা রয়েছে।”

কেন্দ্রীয় মন্ত্রী তাতেও থামেননি। বলেন যে রসনেফ্টের অংশীদার ভারতও। কেন তাহলে ভারতের উপরে শুধু চাপ দেওয়া হচ্ছে। কীভাবে নিষেধাজ্ঞা চাপানোর ক্ষেত্রে বাছ-বিচার করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

প্রসঙ্গত, আমেরিকা নিষেধাজ্ঞা চাপালেও, ইউরোপীয়ান ইউনিয়নের মতো পশ্চিমি দেশগুলি সহজেই তেল ও জ্বালানি কিনতে পারে, সেখানেই ভারতের মতো দেশগুলির উপরে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়ো। অনেকেই প্রশংস করেছেন কেন্দ্রীয় মন্ত্রীর সরাসরি প্রশ্ন করার এই ধরনে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours