রেকর্ড গড়তে চলেছে গঙ্গাসাগরের কয়লাপাড়া: ২৫ বছরে ৩৫ ফুটের কালী প্রতিমা
কালীপুজো মানেই মায়ের আরাধনা আর সেই সঙ্গে জাঁকজমকপূর্ণ উৎসব। এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের কয়লাপাড়া সেই উৎসবকে নিয়ে যাচ্ছে এক নতুন উচ্চতায়। স্থানীয় ফুটবল মাঠে গ্রামবাসীদের উদ্যোগে তৈরি হচ্ছে এক বিশাল কালী প্রতিমা, যার উচ্চতা প্রায় ৩৫ ফুট। উত্তর হারাধনপুর ও দেবী মথুরাপুর যুব গোষ্ঠীর ব্যবস্থাপনায় এই পুজো এবার রজত জয়ন্তী বর্ষে, অর্থাৎ ২৫ তম বছরে পা রাখল।
২৫ বছর ধরে এই পুজো তার সাবেকিয়ানা বজায় রেখেও প্রতি বছরই দর্শনার্থীদের জন্য নতুন চমক নিয়ে হাজির হয়। প্রতিমার উচ্চতা বৃদ্ধিই তাদের মূল আকর্ষণ। পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, প্রতি বছরই তারা প্রতিমার উচ্চতা বাড়াচ্ছেন। তারই ধারাবাহিকতায় ২০২৩ সালে ২৫ ফুট, আর গত বছর অর্থাৎ ২০২৪ সালে সেই উচ্চতা বেড়ে হয় ৩২ ফুট। আর এ বছর ২৫ তম বর্ষে তা আরও ৩ ফুট বেড়ে দাঁড়িয়েছে ৩৫ ফুটে। এই সুউচ্চ কালী প্রতিমা দেখতে বহু মানুষের ভিড় হবে বলে আশা করছেন উদ্যোক্তারা।
পুজোকে ঘিরে উৎসবের আমেজ এখন থেকেই শুরু হয়ে গেছে কয়লাপাড়ায়। কালীপূজার ক'টা দিন শুধু পুজো-আর্চা নয়, মনোরঞ্জনেরও ব্যবস্থা রাখা হয়েছে। থাকছে চোখ ধাঁধানো আলোক সজ্জা। ছোটদের জন্য ফুটবল মাঠের একপাশে বসানো হচ্ছে নাগরদোলা সহ বিভিন্ন ধরনের রাইড। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় থাকছে বিভিন্ন ধরনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা দূর-দূরান্তের মানুষকে আকর্ষণ করবে। পুজোর উদ্যোক্তারা আশা করছেন, রেকর্ড উচ্চতার এই কালী প্রতিমা দেখতে এবার উপচে পড়া ভিড় হবে কয়লাপাড়ায়। সব মিলিয়ে, কয়লাপাড়ার এই কালীপুজো এবার জেলার অন্যতম সেরা আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে।


Post A Comment:
0 comments so far,add yours