গভীর সমুদ্রে মৎস্য শিকারে গিয়ে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে উল্টে যায় মাছ ধরার ছোট ট্রলার। ট্রলারে থাকা সাত মৎস্যজীবীর মধ্যে পাঁচজনকে উদ্ধার করা গেলেও এখনো পর্যন্ত নিখোঁজ দুই মৎস্যজীবী। 


পুলিশ সূত্রে খবর গতকাল বেলা তিনটের সময় নামখানার হরিপুর ঘাট থেকে প্রায় ২২ জন মৎস্যজীবী ৩ টি মাছ ধরার ছোট ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মৎস্য শিকারের উদ্দেশ্যে রওনা দেয়। এরই মধ্যে গতকাল গভীর রাতে বকখালি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে মা মঙ্গলা নামে ট্রলার সাত জন মৎস্যজীবী নিয়ে উল্টে যায়। পাশে থাকা ট্রলারের মৎস্যজীবীরা দুর্ঘটনা গ্রস্ত ট্রলারের মৎস্যজীবীদের উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়ে। পাঁচজন মৎস্যজীবীকে উদ্ধার করা গেলেও দুজন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়নি। খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ উপকূল থানায়। 


ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ফ্রেজারগঞ্জ ঘাঁটির সহযোগিতায় ফ্রেজারগঞ্জ উপকূল থানার পক্ষ থেকে এফআইবি বোট এবং কোস্ট গার্ডের হোভারক্রাফ্ট নিয়ে বঙ্গোপসাগরে নিখোঁজ দুই মৎস্যজীবীর খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। নিখোঁজ দুই মৎস্যজীবী নামখানার দেবনিবাস ও বিজয়বাটির বাসিন্দা দেবনাথ কর বয়স ২৮,  অমল জানা বয়স ৩৮। গোটা ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে নিখোঁজ মৎস্যজীবী পরিবারের লোকজন। ডুবো ট্রলারটিকে ইতিমধ্যেই টেনে আনার কাজ শুরু করা হয়েছে।
নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহ সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি।


স্টাফ  রিপোর্টার মুন্না সর্দারের
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours