পুলিশ জানিয়েছে, ঘটনাটি প্রকাশ্যে এসেছে বুধবার। বছর চোদ্দোর ওই কিশোরীর পেটে যন্ত্রণা হচ্ছিল। জ্বরও ছিল। তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য প্রতিবেশী এক মহিলাকে অনুরোধ করে সে। চিকিৎসক তাকে পরীক্ষা করেন। তারপরই চিকিৎসকের কাছে সবকিছু বলে কিশোরী। মঙ্গলবার রাতেও তার বাবা শারীরিক নির্যাতন করেছেন বলে জানায়।


রোজ মদ্যপ অবস্থায় এসে ধর্ষণ করত', বাবার বিরুদ্ধে বিস্ফোরক কিশোরী
প্রতীকী ছবি


প্রতিদিন মদ্যপান করেন স্বামী। বাড়িতে রোজ অশান্তি। তাই, বাড়ি ছেড়ে চলে যান স্ত্রী। অভিযোগ, স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর নিজের মেয়েকে ২ মাস ধরে লাগাতার ধর্ষণ করেছেন ব্যক্তি। ঘটনাটি হরিয়ানার ফরিদাবাদের। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।


বছর বিয়াল্লিশের অভিযুক্ত ব্যক্তি অটোরিকশা চালান। মদ্যপান করে প্রতিদিন অশান্তি করায় তাঁর স্ত্রী দুই সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। ওই দম্পতির ৬ সন্তান। চার কন্যাসন্তান বাবার সঙ্গে বাড়িতে থাকত। ওই দম্পতির বড় কন্যা সপ্তম শ্রেণিতে পড়ে।



পুলিশ জানিয়েছে, ঘটনাটি প্রকাশ্যে এসেছে বুধবার। বছর চোদ্দোর ওই কিশোরীর পেটে যন্ত্রণা হচ্ছিল। জ্বরও ছিল। তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য প্রতিবেশী এক মহিলাকে অনুরোধ করে সে। চিকিৎসক তাকে পরীক্ষা করেন। তারপরই চিকিৎসকের কাছে সবকিছু বলে কিশোরী। মঙ্গলবার রাতেও তার বাবা শারীরিক নির্যাতন করেছেন বলে জানায়। এরপরই প্রতিবেশী মহিলা থানায় ফোন করেন।

কিশোরী পুলিশকে জানিয়েছে, তার মা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর প্রায় প্রতিদিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন বাবা। তারপর তার উপর শারীরিক নির্যাতন চালাতেন। গত ২ মাস ধরে লাগাতার তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ভয়ে কাউকে কিছু জানায়নি কিশোরী।

কিশোরীর অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। শুক্রবার আদালতে তোলা হলে বিচারক তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ধৃত ব্যক্তি তাঁর আরও ৩ নাবালিকা মেয়ের উপর কোনওরকম শারীরিক নির্যাতন করেছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours