তবে অমিতাভের জীবনের এমন অনেক অধ্যায় রয়েছে, যা কিনা এখনও অজানা বা গোপন রাখা, ঠিক যেমন তাঁর প্রথম প্রেমিকার খবর! হ্য়াঁ, রেখা বা জয়া নন। বরং অমিতাভের যখন উঠতি বয়স। তখন এক বিমান সেবিকার প্রেমে পড়েছিলেন অমিতাভ বচ্চন। তাও আবার সেই মেয়ে কলকাতা নিবাসী!
কলকাতার এক মেয়েকে ভালবেসেও বিয়ে করতে পারেননি অমিতাভ! জানেন কে?
বলিউডের শহেনশাহ তিনি। তিনি বিগ বি। এখনও পর্দায় এলে বক্স অফিসকে হাতের মুঠোয় করে নেন। সোশাল মিডিয়ায় তাঁর নিত্য যাতায়াতে, রোজকার জীবনের আপটেড খুঁজে পান অনুরাগীরা। তবে অমিতাভের জীবনের এমন অনেক অধ্যায় রয়েছে, যা কিনা এখনও অজানা বা গোপন রাখা, ঠিক যেমন তাঁর প্রথম প্রেমিকার খবর! হ্য়াঁ, রেখা বা জয়া নন। বরং অমিতাভের যখন উঠতি বয়স। তখন এক বিমান সেবিকার প্রেমে পড়েছিলেন অমিতাভ বচ্চন। তাও আবার সেই মেয়ে কলকাতা নিবাসী!
বিখ্য়াত বলিউড বিশেষজ্ঞ ও লেখক হানিফ জাভেরির লেখাতেই উঠে এসেছে অমিতাভের এই প্রেম অধ্য়ায়। যা কিনা খুব কমজনই জানেন। এবং এই লেখাতেই হানিফ স্পষ্ট করেছেন, কে এই প্রেম হলেও, এই প্রেমিকাকে বিয়ে করেননি বিগ বি।
সময়টা পাঁচের দশক। কলকাতায় তখন স্ট্রাগল করছেন অমিতাভ। কখনও কুরিয়ার কোম্পানিতে চাকরি, তো কখনও পার্ট টাইম আকাশবাণী। ঠিক সেই সময়ই অমিতাভের ক্লান্ত হাতে হাত রেখেছিলেন ব্রিটিশ এয়ারওয়েজ সংস্থার বিমান সেবিকা মায়া। সদা হাসিখুশি মেয়েটার প্রেমে পড়ে গিয়েছিলেন বিগ বি। সময় পেলেই, দুজনে ঘুরেছে ভিক্টোরিয়া, হাওড়া ব্রিজ, প্রিন্সেপ ঘাটে। গড়ের মাঠে সময় কাটিয়েছেন সন্ধ্যাবেলায়। সেই সময় অমিতাভের অনেক বন্ধুই ভেবেছিলেন, এই বিমানসেবিকাই হয়তো অমিতাভ ঘরনি হবেন। তবে প্রেমের গল্পে ঢুকে পড়ল ট্র্যাজেডি।
হানিফ লিখলেন, হঠাৎ করেই সাত হিন্দুস্থানি সিনেমার অফার পেলেন অমিতাভ। কলকাতা ছেড়ে তিনি উড়ে গেলেন মুম্বই। মুম্বইয়ে থাকাকালীন সময়ও মায়া কলকাতা থেকে দেখা করতে যেতেন। ঠিক তখনই অমিতাভের প্রেম কাব্য চোখে পড়ে অমিতাভের মামা নীরুর। আর পুরো ব্যাপারটা বিগ বির মাকে জানিয়ে দেন নীরু। ব্যস, বচ্চন পরিবারে অশান্তি। বিমানসেবিকাকে ছেলের বউ হিসেবে মানতে নারাজ অমিতাভের মা। আর মায়ের কথা ভেবে পিছিয়ে আসেন অমিতাভও। তবে মায়া সেদিন চুপচাপ মেনে নিয়েছিলেন অমিতাভের সঙ্গে তাঁর এই দূরত্ব। হানিফের লেখা থেকে জানা যায়, মায়া এরপর আর কোনওদিন যোগাযোগ করেননি অমিতাভের সঙ্গে। অমিতাভও নয়।


Post A Comment:
0 comments so far,add yours