২৪ অক্টোবর অন্য এক অতিথি ওই রুমটি ভাড়া দেন। তিনি রুমে ঢুকেই পচা গন্ধ পান। এরপর হোটেলের কর্মীরা পচা গন্ধ আসার কারণ খতিয়ে দেখতে গিয়ে বক্স খাটের মধ্যে রাহুল লালের দেহ দেখতে পান। পুলিশ এসে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যায়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে রাহুলকে।


লুকোচুরি' শেষ, পার্ক স্ট্রিটের হোটেলে যুবক খুনে ২ অভিযুক্তকে ওড়িশা থেকে ধরল পুলিশ
তদন্তের জন্য হোটেলে তদন্তকারীরা (ফাইল ফোটো)

পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় ২ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ওড়িশা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম শক্তিকান্ত বেহরা ও সন্তোষ বেহরা। ধৃত ২ জনকে জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ জানার চেষ্টা করা হবে বলে পুলিশ জানিয়েছে।


গত ২৪ অক্টোবর রফি আহমেদ কিদওয়াই রোডের ওই হোটেলের রুম থেকে উদ্ধার হয়েছিল রাহুল লাল নামে যুবকের দেহ। বক্স খাটের মধ্যে যুবকের দেহ ছিল। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গত ২২ অক্টোবর বিকেলে তিন যুবক হোটেলের ওই রুমটি ভাড়া নিয়েছিলেন। কিছুক্ষণ পর একজন বেরিয়ে গিয়েছিলেন। তিনি রাতে আবার ফিরে আসেন। কিছুক্ষণ পর আর এক যুবকের সঙ্গে তিনি বেরিয়ে যান। পরদিন হোটেলের ওই রুমটি খোলা হয়নি।




২৪ অক্টোবর অন্য এক অতিথি ওই রুমটি ভাড়া দেন। তিনি রুমে ঢুকেই পচা গন্ধ পান। এরপর হোটেলের কর্মীরা পচা গন্ধ আসার কারণ খতিয়ে দেখতে গিয়ে বক্স খাটের মধ্যে রাহুল লালের দেহ দেখতে পান। পুলিশ এসে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যায়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে রাহুলকে। পুলিশ জানিয়েছে, খুনের পর একটি চাদর নিয়ে পালান অভিযুক্তরা।

ঘটনার তদন্তে নেমে রাহুল লালের ২ সঙ্গীর খোঁজ শুরু করে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তাঁরা। গোপন সূত্রে খবর পেয়ে ওড়িশায় পৌঁছে যায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। পড়শি রাজ্য থেকেই গ্রেফতার করা হয় শক্তিকান্ত ও সন্তোষকে। ধৃত ২ জন ওইদিন রাহুলের সঙ্গে হোটেলে গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ জানার চেষ্টা করবে তারা। তাঁদের ওড়িশা পালাতে কেউ সাহায্য করেছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours