সাগরদ্বীপে কলকাতার কার্নিভাল প্রদর্শন
এই প্রথমবার জেলা প্রশাসনের উদ্যোগে সাগর ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় সাগরদ্বীপের মানুষজন নিজেদের বিডিও অফিস চত্বরে বসেই উপভোগ করলেন কলকাতার বর্ণাঢ্য কার্নিভাল। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় সাগর ব্লক প্রশাসনের বিডিও অফিসে একটি বিশাল প্রজেক্টর স্ক্রিনে সরাসরি কলকাতার বিখ্যাত বিসর্জন কার্নিভাল প্রদর্শন করা হয়।
এই বিশেষ প্রদর্শনীর ব্যবস্থাপনা করেন সাগর ব্লক প্রশাসন। এই সময় সাগরদ্বীপের বহু উৎসাহী মানুষ এই অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী হতে উপস্থিত ছিলেন। তাঁদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও, পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সহ একাধিক প্রশাসনিক আধিকারিকেরা। বিডিও কানাইয়া কুমার রাও এই প্রসঙ্গে বলেন, "গ্রাম ও শহরের মধ্যেকার সাংস্কৃতিক ব্যবধান দূর করতে এবং সাগরদ্বীপের মানুষকে রাজ্যের প্রধান উৎসবের আনন্দ দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।" প্রশাসনিক আধিকারিকদের মতে, এই ধরনের উদ্যোগ গ্রামীণ মানুষের কাছে এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসে এবং সাংস্কৃতিক সংযোগকে আরও মজবুত করে।


Post A Comment:
0 comments so far,add yours