বকখালীতে সমুদ্রে স্নানে নেমে মর্মান্তিক মৃত্যু কলকাতা থেকে আসা যুবকের।

দক্ষিণ ২৪ পরগনার জনপ্রিয় পর্যটন কেন্দ্র বকখালীতে সমুদ্রে স্নান করতে নেমে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক যুবকের। মৃত পর্যটকের নাম ওয়ায়েজ আলী (২০)। তিনি কলকাতার তালতলার বাসিন্দা ছিলেন। এই ঘটনায় বকখালী পর্যটন কেন্দ্র জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, আজ সকালে কলকাতা থেকে ৯ জন বন্ধুর একটি দল বকখালীতে বেড়াতে আসে। সকাল আনুমানিক ১১:৩০টা নাগাদ বন্ধুদের সঙ্গে ওয়ায়েজ আলী সমুদ্র স্নানে নামেন। আচমকা সমুদ্রের উত্তাল ঢেউয়ের তোড়ে তিনি তলিয়ে যান। তাঁর বন্ধুদের চিৎকার-চেঁচামেচিতে সৈকতে উপস্থিত অন্যান্য পর্যটকেরা ছুটে আসেন। দ্রুত খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ উপকূল থানা এবং সিভিল ডিফেন্স কর্তৃপক্ষকে।
খবর পেয়েই ফ্রেজারগঞ্জ উপকূল থানা ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে স্পিডবোট নিয়ে সমুদ্রে তল্লাশি শুরু হয়। বেশ কিছুক্ষণ তল্লাশির পর বকখালী সমুদ্র সৈকতের পাশ থেকে যুবকটির নিথর দেহ উদ্ধার করা হয়। উদ্ধার করার পর তাঁকে বাঁচাতে সিপিআর (CPR) দেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। এরপর স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ মৃত পর্যটকের পরিবারকে খবর দিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।


স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours