নবান্নে খোলা হল কন্ট্রোল রুম, উত্তরবঙ্গে বিপর্যয়ে মৃতদের পরিবারকে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর, বললেন, ‘কালই যাব’
"উত্তরবঙ্গে উদ্বেগজনক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। অকস্মাৎ এই বিপুল বৃষ্টিতে এবং নদীর বন্যায় উদ্ভূত পরিস্থিতিতে আমাদের কয়েকজন ভাই- বোন আমরা হারিয়েছি বলে খবর এসেছে। এই দুঃসংবাদে আমি আন্তরিকভাবে মর্মাহত। প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারবর্গকে আমি আমার আন্তরিক সমবেদনা।"
নবান্নে খোলা হল কন্ট্রোল রুম, উত্তরবঙ্গে বিপর্যয়ে মৃতদের পরিবারকে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর, বললেন, 'কালই যাব'
উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে মুখ্যমন্ত্রী
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিপর্যয় নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে কার্নিভাল হচ্ছে, তবে তিনি উত্তরবঙ্গ নিয়ে যে ভীষণভাবেই চিন্তিত তা বারবারই বলছেন।
এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সোমবারই তিনি উত্তরবঙ্গে যাচ্ছেন। যেহেতু কার্নিভালে অনেক বিদেশি অতিথিরা আসেন, তাই সেক্ষেত্রে এই অনুষ্ঠান স্থগিত করা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী বলেছেন, “উত্তরবঙ্গে উদ্বেগজনক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। অকস্মাৎ এই বিপুল বৃষ্টিতে এবং নদীর বন্যায় উদ্ভূত পরিস্থিতিতে আমাদের কয়েকজন ভাই- বোন আমরা হারিয়েছি বলে খবর এসেছে। এই দুঃসংবাদে আমি আন্তরিকভাবে মর্মাহত। প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারবর্গকে আমি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। প্রত্যেক পরিবারের কাছে আমাদের সহায়তা অবিলম্বে পৌঁছে যাবে।” উল্লেখ্য়, ইতিমধ্যেই উত্তরবঙ্গে বিপর্যয়ে ২৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
সোমবার উত্তরবঙ্গে ১২ ঘণ্টায় ৩০০ মিলিমিটারেরও বেশি হঠাৎ বৃষ্টি হয়েছে। পাশাপাশি সংকোশ নদী এবং সাধারণভাবে সিকিম ও ভুটান থেকে বিভিন্ন নদীর বিপুল পরিমাণ জল এ রাজ্যে চলে আসায় বন্যা পরিস্থিতির অবনতি হয়। জলের ভয়ঙ্কর তোড়ে দুটি লোহার সেতু ভেঙ্গে গিয়েছে, প্রচুর রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বিভিন্ন জায়গা থেকে, বিশেষত মিরিক, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মাটিগাড়া এবং আলিপুরদুয়ার থেকে আমাদের কাছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।
উত্তরবঙ্গের পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। পুলিশ প্রশাসন পর্যটকদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
রাজ্য সদর দফতর এবং জেলাগুলি ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খুলে রাখা হয়েছে। যে কোনও প্রয়োজনে নবান্নে বিপর্যয় মোকাবিলা দফতরের কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাবে। যোগাযোগের ফোন নম্বর ০০৯১-২২১৪-৩৫২৬/০০৯১- ২২৫৩-৫১৮৫, টোল ফ্রি নম্বর -৯১-৮৬৯৭৯-৮১০৭০। যে কোনও বিপদে ফোন করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।


Post A Comment:
0 comments so far,add yours