মূলত, মঙ্গলবার বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের স্ত্রী নমিতা সর্দারেরই দু জায়গায় নাম প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, তাঁর বাপের বাড়ি কুলতলি বিধানসভা এলাকায়। সেখানেও যেমন তাঁর ভোটার কার্ডের নাম রয়েছে, একইভাবে বারুইপুরেও ভোটার কার্ডের নাম রয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূল বিধায়কের স্ত্রী কুলতলি ও বারুইপুর দুই জায়গায় ভোটার কার্ডে নাম থাকার প্রসঙ্গে মুখ খুললেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক তৃণমূল কাউন্সিলরের স্ত্রীর দুই বিধানসভা এলাকায় নাম প্রকাশ্যে আসে। আর সেই ঘটনাতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মূলত, মঙ্গলবার বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের স্ত্রী নমিতা সর্দারেরই দু জায়গায় নাম প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, তাঁর বাপের বাড়ি কুলতলি বিধানসভা এলাকায়। সেখানেও যেমন তাঁর ভোটার কার্ডের নাম রয়েছে, একইভাবে বারুইপুরেও ভোটার কার্ডের নাম রয়েছে। এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন।
NRC আতঙ্কে আত্মঘাতী? আগরপাড়ার প্রদীপ করের বাড়িতে যাচ্ছেন অভিষেক
এবার এই প্রসঙ্গে বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “এরকম অনেকেরই নাম আছে। এটা কোনও ব্যতিক্রমী ব্যাপার নয়। নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল এটা দেখবার। সুতরাং এই রকম নাম প্রচুর জায়গায় পাওয়া যাবে। আমরা তো চাই স্বচ্ছ ভোটার লিস্ট হোক। প্রত্যেকটা মানুষ যাঁরা ভোটার হবেন তাঁরা ভোট দিতে পারবেন। কোনও মানুষের নাম যেন বাদ না যায়। যারা আমাদের বিএলও (BLO) রয়েছেন, তাঁরা ব্যাপারটা দেখবেন। এবং আমরাও সতর্ক দৃষ্টি রাখব। যাতে প্রতিটা মানুষ তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।”
প্রসঙ্গত, সোমবারই SIR ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারপর থেকেই রাজনীতির পারদ আরও চড়েছে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন যে, একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে কমিশনের অফিস ঘেরাও হবে।


Post A Comment:
0 comments so far,add yours