মহালয়ার আগের দিনেই তৈরি হয়ে গেল নিম্নচাপ 

অশনি সংকেত গোটা বঙ্গে, প্রশান্ত মহাসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে যা আগামী দিনে আমাদের বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসতে পারে। যার প্রভাবে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে আগামী সপ্তাহের শেষের দিকে। এই নিম্ন চাপের প্রভাবে দুর্গাপূজার সময় দক্ষিণবঙ্গের আকাশ কালো মেঘে ঢেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে বা কোন ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা সে বিষয়ে বিস্তারিত আপডেট পরে জানিয়ে দেওয়া হবে। আপাতত চিন্তার ভাঁজ গোটা দক্ষিণবঙ্গে যে দুর্গাপুজোতে ঠিক কি হতে চলেছে এই নিম্নচাপের প্রভাবে।
এদিকে মহালয়ার আগের দিনেই তৈরি হয়ে গেল নিম্নচাপ, ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজের একটি পোস্ট থেকে জানাযায় উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে যা পরবর্তীতে শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours