মেয়েরা নিজেরাই নিজেদের রক্ষাকবচ হয়ে উঠতে পারে, এবার সেই পথ দেখাচ্ছে সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ সাগরের মেয়ে সঙ্গীতা পালেরা। 


সেপ্টেম্বরের ১৩ ১৪ তারিখ হুগলি জেলার পান্ডুয়ার 
 ছয় কন্যা অংশগ্রহণ করে। এদের মধ্যে চারজনই ছিনিয়ে এনেছে পাঁচটি Gold Medal। মাত্র এক মাস প্রশিক্ষণ গ্রহণ করেই এই প্রতিযোগিতায় তিনটি বিভাগে অংশগ্রহণ করে দুটিতে ব্রোঞ্জ এবং একটি বিভাগে Gold Medal জিতেছে সাগরের নটেন্দ্রপুর নটেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী সঙ্গীতা পাল। তিনটি বিভাগের মধ্যে ফাইট বিভাগে প্রথম হয়ে Gold Medal প্রাপ্তি করেছে সঙ্গীতা। সঙ্গীতা সহ সাগরদ্বীপের এই চার কন্যার সাফল্যে গর্বিত সমগ্র সাগর দ্বীপবাসী। তাইকোন্ডো হলো কোরিয়ার একটি মার্শাল আর্ট বা যুদ্ধকৌশল। এটি মূলত হাত ও পায়ের কৌশলের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এটি প্রতিযোগিতামূলক খেলা ও অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত। 

সঙ্গীতার বিদ্যালয়ের শিক্ষকেরা বলছেন ছাত্রছাত্রীদের পুঁথিগত বিদ্যালাভের পাশাপাশি এই সহপাঠক্রমিক ক্রিয়াকলাপে যোগদান ও সাফল্য লাভ অন্যান্যদের উৎসাহিত করে। বিদ্যালয় এর পাশাপাশি সংগীতার সাফল্যে যথেষ্ট খুশি বাবা-মা দিদি থেকে শুরু করে পরিবারের লোকেরা। জেলার সরকারি স্কুলগুলিতেও যাতে এই ধরনের খেলার প্রশিক্ষণ ব্যবস্থা চালু করা হয় সেই বিষয়ে আবেদন জানান সঙ্গীতার মা সুনেত্রা পাল।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours