এ দিন, টিভি ৯ বাংলাকে তিনি বলেন, "জীবনকৃষ্ণ সাহার সঙ্গে দেখা করব। জেলে তো কেউ ভাল থাকে না। তাঁর কোনও সমস্যা হচ্ছে কি না। শারীরিক খোঁজ খবর নিতে এসেছি। এর আগের বার আসা হয়নি। লোক মারফত খোঁজখবর নিতাম।" দলের কেউ এখনও অবধি দেখা করতে আসেননি। তিনিই কেন?
'জেলে তো কেউ ভাল থাকে না, ওঁর কোনও সমস্যা হচ্ছে কি না...', জীবনকে দেখতে এলেন হুমায়ুন
জীবনকৃষ্ণ সাহা ও হুমায়ুন কবীর
নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতার হয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। আপাতত তিনি জেলেই রয়েছেন। গ্রেফতারির পর এই প্রথম দলের কেউ দেখা করতে গেলেন তাঁর সঙ্গে। আজ জেলবন্দি তৃণমূল বিধায়কের সঙ্গে দেখা করতে গেলেন অপর তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
এ দিন, টিভি ৯ বাংলাকে তিনি বলেন, “জীবনকৃষ্ণ সাহার সঙ্গে দেখা করব। জেলে তো কেউ ভাল থাকে না। তাঁর কোনও সমস্যা হচ্ছে কি না। শারীরিক খোঁজ খবর নিতে এসেছি। এর আগের বার আসা হয়নি। লোক মারফত খোঁজখবর নিতাম।” দলের কেউ এখনও অবধি দেখা করতে আসেননি। তিনিই কেন? এই প্রশ্ন করতেই হুমায়ুন বলেন, “কে আসবে কে আসবে না আমি বলতে পারব না। আমার মনে হয় অবশ্যই একবার দেখা করা উচিত।”
তিন দশক পর কাজলের বিরুদ্ধে করা মামলায় রায় দিল আদালত, তৃণমূল নেতা বললেন...
নিয়োগ মামলার তল্লাশির জন্য অগস্ট মাসে মুর্শিদাবাদে জীবনকৃষ্ণের বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। এসএসসি গ্রুপ সি এবং এসএসসি গ্রুপ ডি মামলাতে তল্লাশি অভিযানে নেমে জীবনকৃষ্ণের কান্দির বাড়ি-সহ মোট পাঁচ জায়গায় অভিযান চালান তদন্তকারীরা। তল্লাশি চলে বিধায়কের পিসি ও শ্বশুরবাড়িতেও। জীবনকৃষ্ণ সেদিনও নিজের ফোন ছুড়ে দেয় পুকুরের উদ্দেশ্যে। তবে এবার ফোন পুকুরে না পড়ে মাটিতে পড়ে যায়। বস্তুত, এর আগে অর্থাৎ ২০২৩ সালে যখন তল্লাশি চলে সেই সময়ও নিজের দু’টি ফোন ছুড়ে ফেলে দিয়েছিলেন। পরে দু’দিন ধরে পুকুর ছেঁচে সেই ফোন তোলা হয়।


Post A Comment:
0 comments so far,add yours