আজ মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী। মিছিলে মমতার সঙ্গে দেখা যায় ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসদের। মিছিল শেষে পাঁচমাথা মোড়ে পথসভা করেন তিনি।

এবার NRC নিয়ে গান বাঁধলেন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী


রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন দফতর সামলানোর পরও গান লেখা, কবিতা লেখা নিয়ে থাকেন। পাশাপাশি প্রচুর বই লিখেছেন তিনি। ইতিমধ্যেই তাঁর লেখা একাধিক বই রাজ্যের স্কুলগুলিতে পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এ রাজ্যের শিক্ষাদফতর। এবার এনআরসি নিয়ে গানে-গানে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলাগুলি পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ঘাটাল ও খানাকুল থেকে ঘুরে এসেছেন তিনি। আজ গিয়েছেন ঝাড়গ্রামে। সেখান থেকেই আরও একবার সরব হন NRC ইস্যুতে। তখনই মুখ্যমন্ত্রী বলেন, ‘ছি…ছি…ছি NRC…এই গানটা আমি লিখছি।’

আজ মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী। মিছিলে মমতার সঙ্গে দেখা যায় ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসদের। মিছিল শেষে পাঁচমাথা মোড়ে পথসভা করেন তিনি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রথমে পূর্বতন বামফ্রন্ট সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “একসময় মানুষ ঝাড়গ্রামে আসতেন স্বাস্থ্য উদ্ধার করতে। কিন্তু বাম আমলে মানুষ গোয়ালতোড়, বেলপাহাড়ি, ঝাড়গ্রামে মানুষ আসতে ভয় পেতেন। আমি কিন্তু, আসতাম। আমার দল ক্ষমতায় আসার পরই আমি প্রথম এখানে আসি। কারণ আমি চেয়েছিলাম ঝাড়গ্রামে শান্তি ফিরে আসুক।” তৃণমূলের আমলে ঝাড়গ্রামের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours